Los Angeles Fire

লস অ্যাঞ্জেলেসে জারি হল লুটপাটের সতর্কতা! পোড়া শহরে দমকলকর্মী সেজেও আনাগোনা চোরেদের

দাবানলে দগ্ধ লস অ্যাঞ্জেলেসে প্রচুর ঘরবাড়ি এবং দোকান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অবস্থায় শহরে চুরির উপদ্রব বৃদ্ধি হয়েছে। লুটপাটের সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৪০
লস অ্যাঞ্জেলসের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল বাহিনী। গত কয়েক দিনের আগুনে পুড়ে গিয়েছে হাজার হাজার একর জমি।

লস অ্যাঞ্জেলসের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল বাহিনী। গত কয়েক দিনের আগুনে পুড়ে গিয়েছে হাজার হাজার একর জমি। —ফাইল চিত্র।

দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস শহরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩৫ হাজার ঘরবাড়ি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রচুর মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। এই পরিস্থিতি শহরে লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। কেউ কেউ আবার দমকলকর্মী সেজে লুট করতে শুরু করেছেন।

Advertisement

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুসারে, ক্যালিফর্নিয়ার দাবানলের ঘটনার পর থেকে এখনও পর্যন্ত চুরির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এক পুলিশকর্তা ক্যাপ্টেন মাইক লরেন্স বলেন, “লুটপাট একটি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গ্রেফতারির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।” কেউ কেউ দমকলকর্মী সেজে বাড়ির ভিতরে পৌঁছে যাচ্ছেন। পুলিশকর্তা জানান, এই ধরনের দু’জন ভুয়ো দমকলকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানকার দমকল বাহিনী। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন ক্যালিফর্নিয়া প্রদেশের আধিকারিকেরা। দাবানলের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগুন এখনও নিয়ন্ত্রণে না আনতে পারার জন্য ক্যালিফর্নিয়ার প্রশাসনকে ‘অকর্মণ্য’ বলে বিঁধেছেন ট্রাম্প। প্রশাসন সূত্রে খবর, হাওয়ার বেগের কারণে সমস্যায় পড়তে হচ্ছে দমকলকর্মীদের। হাওয়ার জন্য নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৪০ হাজার একেররও বেশি এলাকা পুড়ে গিয়েছে। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ১২ হাজার বাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন এক লক্ষেরও বেশি মানুষ।

গত পাঁচ দিনের অগ্নিকাণ্ডে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। দূষণ মাত্রা ছাড়িয়েছে। খারাপ বাতাসের জন্য স্কুল-কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর আগামী সপ্তাহের জন্যেও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এই এলাকায় আর্দ্রতা কম থাকবে। শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে। বাতাসের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

Advertisement
আরও পড়ুন