—প্রতীকী চিত্র।
ছুটিতে বাড়িতে ঘুরতে এসে হাতির হানায় প্রাণ গেল রাজ্য পুলিশের এক কনস্টেবলের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি গ্রামে। মৃত ওই কনস্টেবল সিন্টু টিগ্গা (৪৫) দার্জিলিং জেলায় কর্মরত ছিলেন।
মৃত পুলিশকর্মীর দাদা পিন্টু টিগ্গা জানান, শনিবার বিকেলে ছুটি নিয়ে নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন সিন্টু। রাতের খাওয়া শেষ করে ঘুমোতে যান তিনি। রবিবার ভোর ৩টে নাগাদ তাঁর শোয়ার ঘরের উপরে একটি নারকেল গাছ উপড়ে ফেলে এক বুনো হাতি। তাতেই আতঙ্কিত হয়ে পরিবারের সকলে বাইরে বেরিয়ে এসেছিলেন। সেই সময় আরও এক প্রতিবেশীর বাড়িতে হামলা চালায় ওই বুনো হাতিটি। তা দেখে সকলে চিৎকার-চেঁচামেচি শুরু করলে হাতিটি ক্ষেপে গিয়ে হামলা চালায়। সিন্টুকে মাটিতে পিষে মেরে ফেলে হাতিটি।
পিন্টু বলেন, ‘‘প্রতিবেশীর বাড়িতে হাতির হামলা দেখে আমরা দুই ভাই মিলে চিৎকার করা শুরু করেছিলাম। টর্চের আলোও ফেলি হাতিটির গায়ে। তাতে ওই বুনো হাতি ক্ষেপে গিয়ে আমাদের দিকে তেড়ে আসে। পালানোর সময় সিন্টু মাটিতে আছড়ে পড়তেই তাঁকে পিষে মারে হাতিটি। চোখের সামনে ভাইকে পিষে মেরে দিল!’’
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের নিমাতি রেঞ্জের বনকর্মীরা। কালচিনি থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। বন দফতরের পক্ষ থেকে মৃত পুলিশকর্মীর পরিবারকে সরকারি নিয়ম মেনে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ওই পুলিশ কর্মীর পরিবারকে সব ধরনের সহায়তা করব।’’