Bus Accident in Uttarakhand

নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরাখণ্ডের খাদে যাত্রিবাহী বাস, মৃত কমপক্ষে পাঁচ, আহত আরও অনেকে

দুর্ঘটনা নজরে আসতেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরা। প্রথমে বাস থেকে যাত্রীদের বার করে আনার চেষ্টা করেন তাঁরা। পরে উদ্ধারকারী দল এসে উদ্ধারকাজ শুরু করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:৪৩
Several killed after bus loses control, overturns in Uttarakhand

উত্তরাখণ্ডের খাদে পড়ে যাওয়া বাস থেকে চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত।

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনাটি ঘটেছে পৌড়ী গঢ়বাল জেলায়। রবিবার যাত্রিবাহী বাসটি ডাহালচোরি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৭ জন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার ২২ জন যাত্রী নিয়ে পৌড়ী থেকে ডাহালচোরি যাচ্ছিল একটি বাস। তবে পাহাড়ি রাস্তায় আচমকাই বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ১০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ।

দুর্ঘটনা নজরে আসতেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরা। প্রথমে বাস থেকে যাত্রীদের বার করে আনার চেষ্টা করেন তাঁরা। পরে উদ্ধারকারী দল এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। বাকি ১৮ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের শেষের দিকে উত্তরাখণ্ডের ভীমতালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি যাত্রিবাহী বাস। সেই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহতেরা।

Advertisement
আরও পড়ুন