মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একসঙ্গে খেলতেন হার্দিক এবং ক্রুণাল। এ বারের আইপিএলে হার্দিককে নিলামের আগেই তুলে নেয় গুজরাত। ক্রুনালকে কিনে নেয় লখনউ। মঙ্গলবার দুই দল মুখোমুখি হওয়ার আগে ক্রুনাল একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে হার্দিক-পুত্র অগস্ত্য পরেছেন লখনউয়ের জার্সি। ক্রুণাল লিখেছেন, ‘আমার সৌভাগ্যের প্রতীক, আমার পক্ষেই আছে হার্দিক।’
—ফাইল চিত্র
ফের দুই ভাইয়ের লড়াই দেখবে আইপিএল। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স। এক দিকে হার্দিক পাণ্ড্য, অন্য দিকে তাঁর দাদা ক্রুণাল পাণ্ড্য। কিন্তু হার্দিকের পুত্র কোন দলের সমর্থক? ক্রুণাল তাঁর ভাইপোর ছবি দিলেন লখনউয়ের জার্সিতে।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একসঙ্গে খেলতেন হার্দিক এবং ক্রুণাল। এ বারের আইপিএলে হার্দিককে নিলামের আগেই তুলে নেয় গুজরাত। ক্রুনালকে কিনে নেয় লখনউ। মঙ্গলবার দুই দল মুখোমুখি হওয়ার আগে ক্রুনাল একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে হার্দিক-পুত্র অগস্ত্য পরেছেন লখনউয়ের জার্সি। ক্রুণাল লিখেছেন, ‘আমার সৌভাগ্যের প্রতীক, আমার পক্ষেই আছে হার্দিক।’
Got my lucky charm on my side for tomorrow’s game @hardikpandya7 😉 pic.twitter.com/OiDfEMHeHJ
— Krunal Pandya (@krunalpandya24) May 9, 2022
আইপিএলের শুরুর দিকে লখনউ বনাম গুজরাত ম্যাচে জিতেছিল ক্রুণালের দল। মঙ্গলবার এই দুই দলই জিতে প্রথম দুইয়ে নিজেদের জায়গা পাকা করতে চাইবে। এক এবং দুইয়ের লড়াই দেখবে আইপিএল। দু’টি দলেরই ১১টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট।