প্রথমে ব্যাট করে ১৪৯ রান করেছিল দিল্লি। তাড়া করতে নেমে ৮০ রান করেন কুইন্টন ডি’কক। শেষ বেলায় ৩ বলে ১০ রান করে ম্যাচ জেতান আয়ুশ বাদোনি। শেষ ওভারে ম্যাচ জেতে লখনউ।
জরিমানা হল পন্থের। —ফাইল চিত্র
একে হার, তার উপর জরিমানাও দিতে হবে ঋষভ পন্থকে। বৃহস্পতিবার লখনউ সুপার জায়ান্টসের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। সেই ম্যাচে মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে দিল্লির অধিনায়ককে।
আইপিএলের তরফে জানানো হয়েছে, ৭ এপ্রিল মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। প্রথম বার এই অপরাধ করার জন্য সব চেয়ে কম অর্থ জরিমানা করা হয়েছে পন্থকে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
প্রথমে ব্যাট করে ১৪৯ রান করেছিল দিল্লি। তাড়া করতে নেমে ৮০ রান করেন কুইন্টন ডি’কক। শেষ বেলায় ৩ বলে ১০ রান করে ম্যাচ জেতান আয়ুশ বাদোনি। শেষ ওভারে ম্যাচ জেতে লখনউ।
ম্যাচ শেষে পন্থ বলেন, “এ রকম শিশির পড়লে কিছু করার নেই। আমরা ১০-১৫ রান কম করেছি। শেষের দিকে আবেশ (খান) এবং জেসন (হোল্ডার) আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। ৪০ ওভার পর্যন্ত নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি।”