Viral Video

ভোজপুরি গান চালিয়ে বিদেশি তরুণের কোমর ধরে নাচ তরুণীর, রইল ভিডিয়ো

এক সময় দেখা গেল, নাচ করতে করতে মাঠের উপর বসে পড়েছেন তরুণী। তরুণও তাই করলেন। সেই সময় তরুণের কোলে মাথা রেখে শুয়েও পড়তে দেখা গেল তরুণীকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১১:২৯
Indian girl dances with US man on Bhojpuri song in front of India Gate

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আমেরিকা থেকে নয়াদিল্লি ঘুরতে গিয়েছিলেন এক তরুণ। সকাল সকাল ইন্ডিয়া গেট ঘুরে দেখছিলেন তিনি। সেই সময় এক তরুণীর সঙ্গে দেখা হয় তাঁর। বিদেশি তরুণের সঙ্গে রিল বানানোর অনুরোধ করেন সেই তরুণী। অচেনা তরুণীর অনুরোধ ফেলতে পারেননি তিনি। ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে তরুণের কোমর ধরে ভোজপুরি গানের সঙ্গে নাচ করতে শুরু করলেন ওই তরুণী। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘সনম_ডান্সার৯৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় এই ভিডিয়োটি পোস্ট করেছেন তরুণী নিজেই। ভিডিয়োর শুরুতেই দেখা গেল, তরুণের কোমর ধরে নাচ করছেন তিনি। তার পর গানের তালের সঙ্গে তাল মিলিয়ে ভালই নাচ করতে শুরু করলেন তরুণী। বিদেশি তরুণও প্রাণপণ চেষ্টা করছিলেন তরুণীর নাচের ধরনের সঙ্গে সামঞ্জস্য বজার রেখে নাচ করার। এক সময় দেখা গেল, নাচ করতে করতে মাঠের উপর বসে পড়েছেন তরুণী। তরুণও তাই করলেন। সেই সময় তরুণের কোলে মাথা রেখে শুয়েও পড়তে দেখা গেল তরুণীকে।

ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেন, ‘‘তরুণ যথাসাধ্য চেষ্টা করেছেন নাচ করার। কিন্তু ভিডিয়োটি দেখার পর আমার হাসি থামছে না।’’

Advertisement
আরও পড়ুন