প্রশান্ত দে। — ফাইল চিত্র।
এক দিন আগেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে যোগ্যতা অর্জন করেছে তাঁর দল। শনিবার দুপুরে অনুশীলন করাচ্ছিলেন তিনি। তার মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো গেল না প্রশান্ত দে-কে। কলকাতা ময়দানের পরিচিত মুখের অকালপ্রয়াণে শোকস্তব্ধ ফুটবলমহল। প্রশান্তের বয়স হয়েছিল ৪২ বছর।
কলকাতার ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের গোলকিপার কোচ ছিলেন প্রশান্ত। থাকতেন গড়িয়াতে। বিয়ে করেননি। বাড়িতে বৃদ্ধা বাবা-মা রয়েছেন। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সকালে নিজের আবাসনের বাচ্চাদের ফুটবল অনুশীলন করিয়েছিলেন প্রশান্ত। তার পর খাওয়া-দাওয়া সেরে কিছু ক্ষণ বিশ্রাম নিয়ে চলে গিয়েছিলেন সল্টলেকে সেন্ট্রাল পার্কে। সেখানে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির মাঠে দলকে নিয়ে অনুশীলনে নামেন। অনুশীলনের মাঝেই অসুস্থ হয়ে পড়েন।
মাটিতে লুটিয়ে পড়া প্রশান্তের কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখার চেষ্টা করা হয়। দুপুর ২.৪৫ নাগাদ স্থানীয় একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। কিছু ক্ষণ পরে হাসপাতালের তরফে জানানো হয় প্রশান্তের প্রয়াণের খবর।
খবর ছড়িয়ে পড়ামাত্র ময়দানে নামে শোকের ছায়া। শোকপ্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ফুটবলারেরাও এমন আকস্মিক ঘটনা মেনে নিতে পারছেন না। প্রিমিয়ার ডিভিশনে ওঠার পর যে খুশির হাওয়া ছিল ক্লাবে তা আচমকাই উধাও।