Ravindra Jadeja

রোহিত-কোহলি নন, সবার আগে অবসরে কি জাডেজা? শেষ জার্সির ছবি দিতেই শুরু জল্পনা

অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে মাত্র ১৩৫ রান করেছেন এবং চারটি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সে ভাবে নজর কাড়তে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে রাখাই হয়নি তাঁকে। সেই জাডেজা কি এ বার অবসরের কথা ভাবছেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৫:৪১
Ravindra Jadeja

রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।

ভারতীয় দলে রবীন্দ্র জাডেজার সময় ভাল যাচ্ছে না। অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে মাত্র ১৩৫ রান করেছেন এবং চারটি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সে ভাবে নজর কাড়তে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে রাখাই হয়নি তাঁকে। সেই জাডেজা কি এ বার অবসরের কথা ভাবছেন?

Advertisement

শুক্রবার ইনস্টাগ্রামে জাডেজা একটি ছবি স্টোরি হিসাবে পোস্ট করেন। সিডনিতে শেষ দিনে গোলাপি জার্সি পরে খেলেছিল ভারতীয় দল। সেখানে সাদা রঙের জার্সিতে নাম এবং নম্বর লেখা ছিল গোলাপি দিয়ে। সেটাই বর্ডার-গাওস্কর ট্রফির শেষ ম্যাচ ছিল। সেই জার্সির ছবি পোস্ট করেছেন জাডেজা। অনেকের ধারণা, তিনি শেষ টেস্ট খেলে ফেলেছেন। টেস্ট থেকে অবসর ঘোষণা করবেন বলেই তাঁর খেলা শেষ টেস্টের জার্সির ছবি পোস্ট করেছেন।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাডেজা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের দিন অবসর ঘোষণা করেছিলেন তিনি। এ বার যদি টেস্ট থেকে অবসর নেন তা হলে থাকবে শুধু এক দিনের ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেলে হয়তো সেটা খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাবেন জাডেজা।

কোচ গৌতম গম্ভীর খুশি নন জাডেজার খেলা নিয়ে। তিনি আগামী দিনের দিকে তাকাতে চাইছেন। বোর্ডকে সে কথা জানিয়েছেন। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপকে নজরে রেখে দল তৈরি করতে চাইছেন গম্ভীর। ৩৬ বছরের জাডেজা সেই সময় পর্যন্ত খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। আগামী দিনে তাই তাঁর দলে থাকাই মুশকিল হবে। সেটা বুঝেই হয়তো অবসরের কথা ভাবতে শুরু করে দিয়েছেন জাডেজা।

Advertisement
আরও পড়ুন