Lionel Messi

স্টক মার্কেটে অভিষেক মেসির সংস্থার, ব্যবসা বাড়াতে নতুন বিনিয়োগ চাইছে লিয়োর সংস্থা

ফুটবলার লিয়োনেল মেসির অভিষেক হয়েছে একাধিক বার। এ বার স্টক মার্কেটেও অভিষেক হতে চলেছে মেসির। তাঁর সংস্থা স্পেনের স্টক মার্কেটে নাম লিখিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ২০:১০
football

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

ফুটবলার লিয়োনেল মেসির অভিষেক হয়েছে একাধিক বার। সে দেশের হয়েই হোক বা ক্লাবের হয়ে। এ বার স্টক মার্কেটেও অভিষেক হতে চলেছে মেসির। তাঁর সংস্থা স্পেনের স্টক মার্কেটে নাম লিখিয়েছে। ব্যবসার জন্য পুঁজি জোগাড়েই স্টক মার্কেটে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

মেসির রিয়াল এস্টেট বা আবাসন তৈরির সংস্থা রয়েছে। তার নাম এদিফিচিয়ো রোস্তাওয়ার সোচিমি গ্রুপ। সেটি ব্যাঙ্ক অফ স্পেনের পরিচালিত পোর্টফোলিয়া স্টক এক্সচেঞ্জে নাম লিখিয়েছে। প্রতিটি শেয়ারের দাম রাখা হয়েছে ৫৭.৪ ইউরো বা ৫০৭০ টাকা। সব মিলিয়ে বাজারে মেসির সংস্থার মূলধন ২২ কোটি ৩০ লক্ষ ইউরো বা ১৯৭০ কোটি টাকা।

মেসি নিজে সংস্থার চেয়ারম্যান। তবে খেলাধুলোর জন্য বেশি সময় দিতে পারেন না। তাঁর স্ত্রী আন্তোনেয়া রোকুজো সংস্থার ভাইস-প্রেসিডেন্ট। তিনিই বিষয়টি অনেকাংশে দেখাশোনা করেন। এই সংস্থার অধীনে স্পেন এবং অ্যান্ডোরা মিলিয়ে সাতটি হোটেল রয়েছে। এ ছাড়া স্পেনে রয়েছে তিনটি অফিস এলাকা এবং পাঁচটি আবাসন। লন্ডন ও প্যারিসেও মেসির আবাসিক সম্পত্তি রয়েছে।

পোর্টফোলিয়ো স্টক এক্সচেঞ্জের এক কর্তা জানিয়েছেন, মেসি চাইছেন তাঁর ব্যবসায় নতুন বিনিয়োগকারী যুক্ত করতে। তারা স্পেনের কাতালুনিয়াতে বিনিয়োগ করতে চায়। এই এলাকাতেই মেসি ২০ বছরের বেশি থেকেছেন। তখন তিনি বার্সেলোনায় খেলতেন।

Advertisement
আরও পড়ুন