করুণ নায়ার। — ফাইল চিত্র।
বিজয় হজারে ট্রফিতে ভাল ফর্মে রয়েছেন তিনি। টানা তিনটি শতরান করে ফেলেছেন। শুক্রবার বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন করুণ নায়ার। দীর্ঘ দিন ধরেই ভারতীয় দলে ব্রাত্য তিনি। তবে খেলার ধার যে এখনও কমেনি, সেটা প্রমাণ করে দিলেন করুণ।
লিস্ট এ (৫০ ওভারের ফরম্যাট) ক্রিকেটে এক বারও আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার নিরিখে বিশ্বরেকর্ড গড়লেন করুণ। আগের রেকর্ড ছিল নিউ জ়িল্যান্ডের ব্যাটার জেমস ফ্র্যাঙ্কলিনের। এক বারও আউট না হয়ে টানা ৫২৭ রান করেছিলেন তিনি। এ দিন তা ভেঙে দিয়েছেন করুণ।
এ দিন উত্তরপ্রদেশের বিরুদ্ধে ১১২ রান করেন করুণ। গত চারটি ম্যাচে প্রথম বার আউট হয়েছেন। আগের তিনটি ম্যাচেই অপরাজিত ছিলেন। ৭০ রান করার পর প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে লিস্ট এ ক্রিকেটে টানা ৫০০ রান করেন। করুণ এর পর ফ্র্যাঙ্কলিনের রেকর্ডও ভেঙে দেন।
বিজয় হজারে ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ১১২ রান করেছিলেন করুণ। এর পর ছত্তিশগড়ের বিরুদ্ধে ৪৪ করেন। চণ্ডীগড় এবং তামিলনাড়ুর বিরুদ্ধে যথাক্রমে অপরাজিত ১৬৩ এবং অপরাজিত ১১১ রান করার পর এ দিন উত্তরপ্রদেশের বিরুদ্ধেও শতরান করেন। লিস্ট এ ক্রিকেটে সাতটি শতরান হল করুণের, যার চারটি এসেছে গত আট দিনে।
গত দুই মরসুমে আইপিএলে অবিক্রিত থাকার পর এ বার দিল্লি ক্যাপিটালস তাঁকে ৫০ লাখ টাকা দিয়ে কিনেছে। করুণ ভারতের টেস্ট জার্সিতে বীরেন্দ্র সহবাগের পর ত্রিশতরান করেছিলেন। পরের টেস্টেই বাদ পড়েন। আর ফিরতে পারেননি।