ধর্মীয় সংগঠন থেকে চুরি গিয়েছে দানের টাকা! — প্রতীকী চিত্র।
এক ধর্মীয় সংগঠনের উত্তরপ্রদেশের মথুরা শাখা থেকে দানের টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। লক্ষাধিক টাকা চুরি করে অভিযুক্ত পালিয়ে গিয়েছেন বলে দাবি করছেন ধর্মীয় সংগঠনের কর্তৃপক্ষ। অভিযুক্ত নিজেও ওই সংগঠনেরই কর্মী ছিলেন। দানের টাকা একত্রিত করে তা ধর্মীয় সংগঠনের কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার দায়িত্ব ছিল ওই অভিযুক্তের। কর্তৃপক্ষের অভিযোগ, শুধু দানের টাকা চুরিই নয়, রসিদের খাতাও সঙ্গে নিয়ে পালিয়েছেন অভিযুক্ত। অভিযুক্তের বাড়ি মধ্যপ্রদেশের ইনদউরে।
ওই ধর্মীয় সংগঠনের কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসে গত ২৭ ডিসেম্বর। পরে তাঁরা থানায় অভিযোগ জানান। সেই মতো তদন্তও শুরু করেছে পুলিশ। মথুরার পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার জানান, গত ২৭ ডিসেম্বর মথুরার এসএসপি শৈলেশ কুমারের কাছে অভিযোগ জানান মন্দির কর্তৃপক্ষ। ওই অভিযোগ পেয়ে প্রথমে প্রাথমিক অনুসন্ধান চালায় পুলিশ। তার পর এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে।
ধর্মীয় সংগঠনের মথুরা শাখার এক মুখপাত্র জানান, অভিযুক্তের কাজ ছিল দানের টাকা জড়ো করা এবং তা মন্দির কর্তৃপক্ষের কাছে জমা করা। প্রাথমিক ভাবে মন্দির কর্তৃপক্ষের অনুমান, লক্ষাধিক টাকা চুরি করে পালিয়েছেন অভিযুক্ত। তবে চুরি যাওয়া টাকার সঠিক অঙ্ক এখনও স্পষ্ট নয়। ওই মুখপাত্র জানান, অভিযুক্ত এখনও পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের কাছে কত টাকা জমা দিয়েছেন, সেটিও পুনরায় মিলিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, মথুরা পুলিশ জানিয়েছে টাকার সঙ্গে দানের রসিদ খাতাও নিয়ে পালিয়েছেন অভিযুক্ত। ওই রসিদ খাতায় ৩২টি পাতা ছিল। তবে ওই ধর্মীয় সংগঠনের মথুরা শাখায় এমন ঘটনা প্রথম নয়। এর আগেও একই ঘটনা ঘটেছে বলে জানান সংগঠনের মথুরা শাখার মুখপাত্র। আগেও এক কর্মী দানের টাকা এবং রসিদ খাতা নিয়ে পালিয়ে গিয়েছিলেন বলে দাবি তাঁর। সেই টাকা ফেরত পাওয়ার আগেই অভিযুক্ত মারা যান।