বিরাট কোহলি। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টে মাত্র ১৯০ রান। তা-ও প্রথম টেস্টে একটি শতরান ছিল। না হলে আরও লজ্জায় পড়তে হত বিরাট কোহলিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তুলতে পারেননি ভারতকে। এমন অবস্থায় কোহলিকে আগামী দিনে দলে জায়গা ধরে রাখতে গেলে ব্যাটে রান প্রয়োজন। যে দলে অধিনায়ক রান না পেলে বসে যান, সেখানে অন্য ক্রিকেটারেরা রান না পেলে যে বসিয়ে দেওয়া হবে না, তা জোর দিয়ে বলা যায় না। সেই কারণেই কাউন্টি (ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট) খেলার ভাবনায় কোহলি।
ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ় শুরু ২২ জানুয়ারি থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে এক দিনের সিরিজ়ে বিরাট কোহলিকে রাখা হতে পারে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের আবার খেলা জুন মাসে। তার আগে রয়েছে আইপিএল। শোনা যাচ্ছে জুনে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে কাউন্টি খেলতে পারেন কোহলি। সে দেশে গিয়ে অভ্যস্ত হওয়ার জন্যই এমন ভাবনা তাঁর। যদিও আইপিএলের কারণে কাউন্টিতে ক’টি ম্যাচ কোহলি খেলার সুযোগ পাবেন তা বলা কঠিন। আইপিএল ছেড়ে কাউন্টি খেলতে তিনি যাবেন কি?
কোহলি কখনও কাউন্টি খেলেননি। অস্ট্রেলিয়ায় গিয়ে অফ স্টাম্পের বাইরের বলে সমস্যা হয়েছে তাঁর। বার বার আউট হয়েছেন একই ভাবে। ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন। ভারতেও বহু বছর হয়ে গেল ঘরোয়া ক্রিকেট খেলেন না কোহলি। ইংল্যান্ড সফরের আগে কাউন্টি খেললে কোহলির বিভিন্ন দিক থেকে লাভ হবে। তিনি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ মাথায় নিয়ে খেলতে হবে না। কাউন্টি খেলে কোহলি ফর্মে ফিরলে ভারতীয় দলেরই লাভ হবে।