Cristiano Ronaldo

তাঁকে ধরে রাখতে গেলে মানতে হবে দুই শর্ত, আল নাসেরকে হুঁশিয়ারি রোনাল্ডোর

সৌদি আরবের ক্লাব আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর থাকবেন? অনেক দিন ধরেই জল্পনা চলছে। নতুন চুক্তিতে সই করার আগে ক্লাবকে জোড়া শর্ত দিলেন রোনাল্ডো। সেগুলি কী কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:৫১
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

সৌদি আরবের ক্লাব আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর থাকবেন কি না তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। এই মরসুমের শেষেই তাঁর চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তিতে এখনও সই করেননি। তার আগে ক্লাবকে জোড়া শর্ত দিলেন রোনাল্ডো। জানালেন, সেই দু’টি শর্ত মানা হলে তবেই আল নাসেরের নতুন চুক্তিতে সই করবেন।

Advertisement

এক ওয়েবসাইটের দাবি, রোনাল্ডো চাইছেন আল নাসেরেই থাকতে। তবে ক্লাবকে আরও বিনিয়োগ করে ভাল মানের ফুটবলার আনতে হবে যাতে প্রতিপক্ষ আল ইত্তিহাদ বা আল হিলালের সঙ্গে টক্কর দেওয়া যায়।

আল নাসের ইতিমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে। সৌদি প্রো লিগ জয়ের লড়াইয়েও অনেকটা পিছিয়ে পড়েছে। পাশাপাশি সৌদি লিগে আল হিলালের মতো শক্তিশালী দলও গড়তে পারেনি তারা। তাই রোনাল্ডো চাইছেন ক্লাব আরও শক্তিশালী হোক এবং ধারাবাহিক ভাবে ট্রফি জিতুক।

রোনাল্ডো নিজের কাজটা ঠিকই করছেন। এ মরসুমে ২০টি ম্যাচে ২০টি গোল হয়ে গিয়েছে। ৩৯ বছর বয়স হলেও ধার কমেনি। তাঁকে নিতে এখনও আগ্রহী ইউরোপের বেশ কিছু ক্লাব। তবে রোনাল্ডো সৌদি আরব ছাড়তে চাইছেন না। তবে তাঁকে রাখতে হলে মানতে হবে দু’টি শর্তই।

Advertisement
আরও পড়ুন