ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, বাভুমার দলে সুযোগ পেলেন কারা?

গত এক দিনের বিশ্বকাপে শেষ চারে ওঠা দলের মূল অংশকে অপরিবর্তিত রেখে দল গঠন করা হয়েছে। ভারসাম্য বৃদ্ধি করতে দক্ষিণ আফ্রিকা কয়েক জন তরুণ ক্রিকেটারকে নিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৮
Picture of Temba Bavuma

টেম্বা বাভুমা। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সম্ভাব্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ১৫ জনের দলের নেতৃত্বে রয়েছেন টেম্বা বাভুমা। গত এক দিনের বিশ্বকাপে শেষ চারে ওঠা দলের মূল অংশকে ধরে রাখা হয়েছে। দলের ভারসাম্য বৃদ্ধি করতে নেওয়া হয়েছে কয়েক জন তরুণ ক্রিকেটারকে।

Advertisement

গত এক দিনের বিশ্বকাপে চোটের জন্য খেলতে পারেননি অনরিখ নোখিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের জোরে বোলার। তিনি নতুন বল ভাগ করে নিতে পারেন কাগিসো রাবাডার সঙ্গে। দক্ষিণ আফ্রিকা দলে রেখেছে টনি ডি জ়োরজ়ি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, উইয়ান মুলডারের মতো তরুণদের। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি প্রথম মাঠে নামবেন না বাভুমারা। ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ১ মার্চ তৃতীয় প্রতিপক্ষ ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘‘আমাদের দল যথেষ্ট অভিজ্ঞ। বেশ কয়েক জন ক্রিকেটার আছে, যারা ধারাবাহিক ভাবে চাপের মুখে পারফর্ম করছে। এই ধরনের প্রতিযোগিতায় অভিজ্ঞতার আলাদা গুরুত্ব রয়েছে। চেষ্টা করা হয়েছে, গত এক দিনের বিশ্বকাপের মূল দলের সঙ্গে তারুণ্যের মেলবন্ধন ঘটানোর।’’ প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা নিয়ে ওয়াল্টার বলেছেন, ‘‘আইসিসির প্রতিযোগিতাগুলিতে আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স প্রমাণ করে, আমাদের শেষ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রয়েছে। বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের এক ধাপে পৌঁছনো বাকি রয়েছে। এ বার সেটা অর্জন করতে চাই আমরা।’’

দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জ়োরজ়ি, রাসি ভ্যান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুলডার, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবারেজ় শামসি, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন এবং অনরিখ নোখিয়া।

Advertisement
আরও পড়ুন