বেঙ্গালুরুর ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।
আইএসএলে ইতিহাস গড়ল বেঙ্গালুরু এফসি। শনিবার প্রথম প্লে-অফে মুম্বই সিটিকে ৫-০ গোলে হারাল তারা। আইএসএলের প্লে-অফের ইতিহাসে আগে কোনও দল এত বড় ব্যবধানে জেতেনি। জিতে সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু। এপ্রিল ২ এবং ৬ তারিখ হবে দুই পর্বের ম্যাচ।
ন’মিনিটেই প্রথম গোল করে বেঙ্গালুরু। রায়ান উইলিয়ামসের ক্রস ক্লিয়ার করতে পারেননি থায়ের ক্রুমা। সেই বল পেয়ে জোরালো শটে গোল করেন সুরেশ সিংহ ওয়াংজাম। এর কিছু ক্ষণ পরে সমতা ফেরানোর সুযোগ এলে কাজে লাগাতে পারেনি মুম্বই। বিরতির আগে পেনাল্টি আদায় করে বেঙ্গালুরু। রায়ানকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন রালতে। পেনাল্টি থেকে গোল করেন এদগার মেন্দেস।
দ্বিতীয়ার্ধেও আগ্রাসী ফুটবল বজায় রাখে বেঙ্গালুরু। একের পর এক সুযোগ তৈরি করতে থাকেন। ৬২ মিনিটে সুরেশের পাস পান উইলিয়ামস। তিনি অনায়াসে গোল করেন। গোলের তালিকায় নাম লেখান সুনীল ছেত্রীও। গোল করার মরিয়া চেষ্টায় মুম্বইয়ের অনেক খেলোয়াড় বেঙ্গালুরুর অর্ধে চলে গিয়েছিলেন। হঠাৎ করেই হর্হে পেরেরা দিয়াস বল পেয়ে পাস দেন সুনীলকে। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন সুনীল।
পুরনো দলের বিরুদ্ধে গোল করেন দিয়াসও। মুম্বইয়ের আর এক প্রাক্তনী আলবের্তো নগুয়েরার থেকে পাস পেয়েছিলেন মুম্বই বক্সের মাঝে। কোনাকুনি শটে গোল করে মুম্বইয়ের দুরবস্থা আরও প্রকট করে দেন।