লিটন দাস। — ফাইল চিত্র।
আইপিএলে বাংলাদেশের কোনও ক্রিকেটার খেলছেন না। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তাঁদেরই এক জন লিটন দাস দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে পিএসএল-কে বেছে নিয়েছেন। আর এক জন একটি টেস্ট খেলে পিএসএল খেলতে যাবেন।
বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন বোর্ডের থেকে ছাড়পত্রও পেয়ে গিয়েছেন। ফলে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দেশের মাটিতে যখন টেস্ট সিরিজ় খেলবে বাংলাদেশ, সেই সময় তিনি ব্যস্ত থাকবেন পিএসএল খেলতে।
বাংলাদেশের পেসার নাহিদ রানা একটি টেস্ট খেলে পিএসএলে যোগ দেবেন। পূর্ণ ছাড়পত্র দেওয়া হয়েছে রিশাদ হোসেনকেও। কারণ তিনি এখন টেস্ট দলের সদস্য নন। লিটনকে নিয়েছে করাচি কিংস। নাহিদ এবং রিশাদ খেলবেন যথাক্রমে পেশওয়ার জ়ালমি এবং লাহোর কলন্দর্সের হয়ে।
জ়িম্বাবোয়ে সিরিজ়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা নাজমুল হোসেনের। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়ার ব্যাপারে তিনিই সবার আগে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, বিভিন্ন দেশের লিগে খেললে উপকৃত হবেন বাংলাদেশের ক্রিকেটারেরা।
জ়িম্বাবোয়ে-বাংলাদেশ সিরিজ় এবং পিএসএল হবে একই সময়ে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সেই সিরিজ়ের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। পিএসএল চলবে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত। জ়িম্বাবোয়ে-বাংলাদেশ সিরিজ় চলবে ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত।