Career Horoscope Prediction

এপ্রিলে চারটি রাশির কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে! আপনার কর্মজীবন কেমন কাটবে?

এপ্রিল মাসে আপনার কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার আশা আছে, না কি বসের বকুনি খেয়েই কাটবে মাসটি? জ্যোতিষের থেকে জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৮:০২
carrer horoscope

—প্রতীকী ছবি।

কোনও মাসের গ্রহের অবস্থান জেনে নিলেই কোন রাশির নির্দিষ্ট মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে একটা ধারণা পাওয়া যায়। এপ্রিল মাসে মেষ রাশিতে মাসের প্রথম দিন চন্দ্র অবস্থান করবে। বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। মিথুন রাশিতে অবস্থান করবে মঙ্গল, মঙ্গল ৩ এপ্রিল রাশি পরিবর্তন করে পরবর্তী কর্কট রাশিতে গমন করবে। কন্যা রাশিতে অবস্থান করবে কেতু। মীন রাশিতে অবস্থান করবে শনি, রাহু, রবি, শুক্র এবং বুধ। রবি ১৪ এপ্রিল রাশি পরিবর্তন করে পরবর্তী মেষ রাশিতে গমন করবে। জেনে নিন, এপ্রিল মাসে আপনি কর্মক্ষেত্রে কেমন ফল পাবেন।

Advertisement

মেষ রাশি: কর্মক্ষেত্র অধিপতি তার শত্রু এবং মিত্র গ্রহ-সহ একই ক্ষেত্রে যুদ্ধরত অবস্থায় অবস্থান করছে। মেষ রাশিকে কর্মক্ষেত্রে পূর্ণ সুফল এবং সফলতা দান করতে পারবে না, সতর্ক থাকতে হবে।

বৃষ রাশি: বৃষের কর্মক্ষেত্র অধিপতি গ্রহ এবং অস্বাচ্ছন্দ্যকর গ্রহ যুদ্ধরত অবস্থায় অবস্থানের কারণে এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষ ভাল ফল পাবেন না।

মিথুন রাশি: কর্মক্ষেত্রে পাঁচ গ্রহের অবস্থান রয়েছে, মাসের প্রথম ভাগে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা না থাকলেও পরবর্তী ভাগ তুলনামূলক শুভ কাটবে।

কর্কট রাশি: কর্মক্ষেত্রে দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগে অধিক শুভ ফলপ্রাপ্তি হবে।

সিংহ রাশি: সিংহের কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকায় সারা মাস জুড়ে ভাল ফল পাবেন, চিন্তার কোনও কারণ নেই।

কন্যা রাশি: কর্মক্ষেত্র অধিপতির অবস্থান খুব শুভ বলা যায় না, অশুভ অস্বাচ্ছন্দ্যকর অবস্থায় অবস্থানের কারণে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ করবেন না।

তুলা রাশি: তুলার কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে। রাহুর দৃষ্টি পড়ার কারণে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্তি হবে না।

বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও, পরবর্তী ভাগে সুফল প্রাপ্তি হবে।

ধনু রাশি: ধনুর কর্মক্ষেত্রে কেতুর অবস্থান এবং একাধিক গ্রহের সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকার কারণে শুভ ফল পাবেন।

মকর রাশি: কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী, মাসের প্রথম ভাগে সামান্য সমস্যা সৃষ্টি হলেও, পরবর্তী ভাগে শুভ ফলপ্রাপ্তি হবে।

কুম্ভ রাশি: কর্মক্ষত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে ভাল ফল লাভ করবেন।

মীন রাশি: কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী ভাল ফল পাবেন।

Advertisement
আরও পড়ুন