এটিকে মোহনবাগানের সামনে কুয়ালা লামপুর। ছবি ডুরান্ড কাপের সৌজন্যে
ফিফার নির্বাসন উঠে গেলে আগামী ৭ সেপ্টেম্বর এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। সেই ম্যাচে কোন ক্লাবে তাদের প্রতিপক্ষ হতে চলেছে তা জানা গেল। যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কুয়ালা লামপুর সিটি। বুধবার তারা ৫-২ ব্যবধানে পিএসএম মাকাসারকে হারিয়েছে।
প্রথমার্ধে দু’গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল দেয় কুয়ালা লামপুর। এর পর আচমকাই দু’টি গোল শোধ করে দেয় মাকাসার। তবে বিপক্ষকে ম্যাচে ফেরার কোনও সুযোগ দেয়নি কুয়ালা লামপুর। ম্যাচের শেষ দিকে দু’টি গোল করে তারা। মালয়েশিয়ার ঘরোয়া ফুটবলে যথেষ্ট জনপ্রিয় ক্লাব কুয়ালা লামপুর সিটি। দু’টি মালয়েশিয়ান লিগ, তিনটি মালয়েশিয়ান এফএ কাপ, তিনটি চ্যারিটি শিল্ড জিতেছে তারা। দলটির কোচ ক্রোয়েশিয়ার বোজান হোদাক। অধিনায়ক ব্রাজিলের পাওলো জোসু।
গত মরসুমে এই আন্তঃআঞ্চলিক সেমিফাইনালেই উজবেকিস্তানের নাসাফের কাছে ০-৬ হেরেছিল এটিকে মোহনবাগান। এ বার তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছে তারা। এই ম্যাচে জিতলে এটিকে মোহনবাগান আন্তঃআঞ্চলিক প্লে-অফ ফাইনাল খেলবে, যেখানে উজবেকিস্তানের সগদিয়ানা জিজাখ বনাম হংকংয়ের ইস্টার্নে ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলতে হবে। সেই ম্যাচ জেতার পর হবে এএফসি কাপের ফাইনাল, যেখানে এটিকে মোহনবাগানের জন্য অপেক্ষায় থাকবে পশ্চিম এশিয়ার শক্তিধর দেশগুলির কোনও একটি ক্লাব।