ATK Mohun Bagan

ATK Mohun Bagan: মুম্বইয়ের বিরুদ্ধে ড্র, ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও জিততে পারল না এটিকে মোহনবাগান

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও জিততে ব্যর্থ এটিকে মোহনবাগান। মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করল তারা। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ২০:৫৫
মুম্বইয়ের বিরুদ্ধে আটকে গেলেন জনি কাউকোরা।

মুম্বইয়ের বিরুদ্ধে আটকে গেলেন জনি কাউকোরা। ছবি: ডুরান্ড কাপের সৌজন্যে

ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচেও জিততে পারল না এটিকে মোহনবাগান। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাদের ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়। প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুনই। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মুম্বই। গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলেছে তারাই। এটিকে মোহনবাগানের হয়ে গোল করেছেন লিস্টন কোলাসো। সমতা ফেরান জর্জ পেরেরা দিয়াস।

দু’দলই পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছে এই প্রতিযোগিতায়। ফলে এ দিনের ম্যাচে শুরু থেকেই লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথম দিকে হুগো বুমোস এবং আশিস রাইয়ের সঙ্গে জুটি বেধে সুযোগ পান লিস্টন। তা হাতছাড়া করেন। এর পরেই গ্রেগ স্টুয়ার্টকে বক্সে ফেলে দেওয়ায় মুম্বই পেনাল্টির আবেদন করে। রেফারি তা নাকচ করেন। এটিকে মোহনবাগানের পেনাল্টির আবেদনেও সাড়া দেননি রেফারি।

Advertisement

১৬ মিনিটের মাথায় গোল করার কাছাকাছি চলে আসেন মুম্বইয়ের রাহুল ভেকে। কাজে লাগাতে পারেননি। পরে বুমোসকে ট্যাকল করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। ৩৫ মিনিটের মাথায় আবার সুযোগ আসে মুম্বইয়ের কাছে। এ বার স্টুয়ার্ট এবং আলবার্তো নগুয়েরা পরপর সুযোগ নষ্ট করেন।

মুম্বই গোলকিপার ফুরবা লাচেনপার ভুলে এর পরেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। আশিস রাইয়ের শট ধরতে পারেননি লাচেনপা। ফিরতি বল জালে জড়ান লিস্টন। সমতা ফেরানোর সুযোগ পরের মুহূর্তেই পায় মুম্বই। তবে বিপিন সিংহের শট দারুণ ভাবে বাঁচান সবুজ-মেরুন গোলকিপার বিশাল কায়েথ।

৭৬ মিনিটে সমতা ফেরায় মুম্বই। ডান দিক থেকে এটিকে মোহনবাগান বক্সে বল ভাসিয়েছিলেন সঞ্জীব স্ট্যালিন। অরক্ষিত অবস্থায় লাফিয়ে হেডে বল জালে জড়ান দিয়াস।

পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। শীর্ষে মুম্বই সিটি। ইমামি ইস্টবেঙ্গল রয়েছে তৃতীয় স্থানে।

Advertisement
আরও পড়ুন