FC Barcelona

উত্তর লন্ডন ডার্বিতে জয় আর্সেনালের, কোপা দেল রে-র কোয়ার্টারে বার্সেলোনা, আবার পাঁচ গোল

পর পর দু’ম্যাচে হেরে খানিকটা চাপেই ছিল আর্সেনাল। সেই চাপ কিছুটা কাটল বুধবার রাতে। উত্তর লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারাল তারা। অন্য দিকে, কোপা দেল রে-তে রিয়াল বেটিসকে পাঁচ গোল দিল বার্সেলোনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১২:০৫
cricket

গোলের পর বার্সেলোনার ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

ঘরের মাঠে নিউ ক্যাসলের কাছে হার এবং এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায়ের পর খানিকটা চাপেই ছিল আর্সেনাল। সেই চাপ কিছুটা কাটল বুধবার রাতে। উত্তর লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারাল তারা। অন্য দিকে, স্পেনের ঘরোয়া প্রতিযোগিতা কোপা দেল রে-তে রিয়াল বেটিসকে পাঁচ গোল দিল বার্সেলোনা।

Advertisement

সন হিউং মিনের গোলে ২৫ মিনিটে এগিয়ে গিয়েছিল টটেনহ্যামই। তাঁর শট আর্সেনালের এক ফুটবলারের গায়ে লেগে ঢুকে যায়। খেলার বিপরীতে গোল পেয়ে উজ্জীবিত হয়ে যায় টটেনহ্যাম। তবে আর্সেনাল চাপ বজায় রাখে। বিরতির পাঁচ মিনিট আগে ডেক্লান রাইসের কর্নার থেকে গ্যাব্রিয়েলের হেড টটেনহ্যামের ডোমিনিক সোলাঙ্কের গায়ে লেগে ঢুকে যায়।

কয়েক মিনিট পরেই টটেনহ্যামের ভুলে বল পান মার্টিন ওডেগার্ড। তাঁর নিখুঁত পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। বিরতির পরে চাপ বজায় রাখলেও আর্সেনাল আর গোল করতে পারেনি। কাই হাভার্ৎজ এবং ওডেগার্ড একাধিক সুযোগ নষ্ট করেন।

আগের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ গোল দিয়েছিল বার্সেলোনা। এ বার তারা পাঁচ গোল দিল বেটিসকে। নজর কাড়লেন লেমিনে ইয়ামাল। একটি গোল করলেন। দু’টি গোল করালেন।

গাভির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এর পর জুলস কুন্ডে, রাফিনহা, ফেরান তোরেস এবং ইয়ামাল গোল করেন। শুরু থেকে দাপট দেখিয়েছে বার্সেলোনা। রবার্ট লেয়নডস্কির মতো তারকা ফুটবলারকে বিশ্রাম দিয়েও বড় জয় পেয়েছে তারা।

Advertisement
আরও পড়ুন