বিরাট কোহলি। — ফাইল চিত্র।
বিরাট কোহলি অধিনায়ক থাকার সময় ভারতীয় দলে একাধিক নতুন জিনিস চালু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তা উঠে গিয়েছে। তবে অস্ট্রেলিয়া সিরিজ়ে হারের পর তা আবার ফিরতে চলেছে। কোচ গৌতম গম্ভীরেরও তাতে সায় রয়েছে বলে জানা গিয়েছে।
কোহলি অধিনায়ক থাকার বেশির ভাগ সময়টাই রবি শাস্ত্রী ভারতের কোচ ছিলেন। সেই সময়ে ফিটনেসের উপরে জোর দেওয়া হয়েছিল। ইয়ো-ইয়ো পরীক্ষায় পাশ করলে তবেই জাতীয় দলে সুযোগ মিলত। এখন আর ভারতীয় দলে সেই পরীক্ষা হয় না। ফলে অনেক ক্রিকেটারই কম ফিটনেস থাকা সত্ত্বেও জাতীয় দলে ঢুকে পড়েন। তা আর হবে না।
অস্ট্রেলিয়া সফর এবং সাম্প্রতিক সিরিজ়গুলিতে ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ক্যাচ বা ফিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক ক্রিকেটারের শ্লথতা রয়েছে। সেই জিনিস যাতে না হয় তার জন্য কড়া নিয়ম চাইছেন গম্ভীর। তাই কোহলির আমলের ফিটনেস পরীক্ষাগুলি ফিরতে পারে।
বোর্ডের এক কর্তা বলেছেন, “যে হেতু বেশির ভাগ ক্রিকেটার প্রচুর ম্যাচ খেলে, তাই বোর্ড একটু নরম মনোভাব নিয়েছে। এখন চোট আটকানোর দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। তাই ক্রিকেটারেরাও ফিটনেসের ব্যাপারটা হালকা ভাবে নিচ্ছে। তবে এ বার বেশ কিছু কড়া নিয়ম চালু হতে পারে। ফিটনেসের ব্যাপারে ঢিলেমি যাতে না দেখা যায় তা নিশ্চিত করতেই এই কাজ করা হবে।”
শুধু তা-ই নয়, টিম বাসে যাওয়া, স্ত্রী-বান্ধবীদের ১৪ দিনের বেশি থাকতে না দেওয়া, ১৫০ কিলোর বেশি মালপত্রের ক্ষেত্রে ক্রিকেটারদের বাড়তি খরচ দিতে বলা— ভারতীয় ক্রিকেটে সংস্কারের জন্য বিভিন্ন বিষয় আগামী দিনে চালু করা হতে পারে।