EPL

দু’বার পিছিয়ে পড়েও ফুলহ্যামকে আটকে দিল ১০ জনের লিভারপুল, ধরে রাখল ইপিএলে শীর্ষস্থান

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। শনিবার ঘরের মাঠে ফুলহ্যামের সঙ্গে ড্র করল তারা। ১০ জনে খেলেও সালাহরা ছিনিয়ে নিলেন এক পয়েন্ট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৪:১২
picture of Liverpool

দলকে সমতায় ফেরানোর পর গ্যাপকো (ডান দিকে) অভিনন্দন সতীর্থদের। ছবি: এক্স (টুইটার)।

১০ জনে খেলে, দু’বার পিছিয়ে পড়েও ফুলহ্যামের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল তারা। ধরে রাখল পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান।

Advertisement

শনিবারের ম্যাচে ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। ১১ মিনিটে গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন আন্দ্রে পেরেরা। এর কয়েক মিনিট পরেই ১৭ মিনিটে লাল কার্ড দেখেন অ্যান্ড্রু রবার্টসন। পিছিয়ে থাকা অবস্থায় ১০ জন হয়ে গিয়ে চাপে পড়ে যায় আর্ন স্লটের দল। যদিও হাল ছাড়েনি তারা। ঘরের মাঠে সদস্য-সমর্থকদের সামনে সমানে সমানে লড়াই চালিয়ে যায়। আগ্রাসী ফুটবলের পথ থেকেই তারা পিছিয়ে আসেনি। তবু প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি লিভারপুর। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষে তারা মাঠ ছাড়ে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে কৌশল কিছুটা পরিবর্তন করে লিভারপুল। মাঝ মাঠে লোক বাড়িয়ে দেন কোচ স্লট। ফলও মেলে হাতে নাতে। ৪৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান কোডি গ্যাকপো। মহম্মদ সালাহ গোলের ঠিকানা লেখা বল বাড়ান তাঁকে। সুযোগ নষ্ট করেননি নেদারল্যান্ডসের স্ট্রাইকার। তবে ৭৬ মিনিটে ফুলহ্যামকে আবার এগিয়ে দেন রদ্রিগো মুনিজ়। এক সময় মনে হচ্ছিল পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হবে লিভারপুলকে। শেষবেলায় দলকে বাঁচালেন ৫৪ দিন পর চোট সারিয়ে মাঠে নামা দিয়েগো জোতা। ৮৬ মিনিটে পর্তুগিজ ফুটবলারের গোলে ২-২ করে লিভারপুল।

এ দিনের ড্রয়ের ফলে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রাখল লিভারপুল। অন্য দিকে, ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ফুলহ্যাম।

Advertisement
আরও পড়ুন