D Gukesh

এক বছরে আয় ১৯ কোটি! টাকার অঙ্কে আমেরিকার প্রেসিডেন্টকে হারিয়ে দিলেন বিশ্বসেরা দাবাড়ু গুকেশ

পেশাদার জীবনে ২০২৪ সালটা ভালই কেটেছে দোম্মারাজু গুকেশের। এপ্রিলে ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জেতার পর তরুণতম দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। গুকেশের রোজগার ছাপিয়ে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্টকেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:২৭
sports

ডি গুকেশ। ছবি: পিটিআই।

পেশাদার জীবনে ২০২৪ সালটা ভালই কেটেছে দোম্মারাজু গুকেশের। এপ্রিলে ক্যান্ডিডেটস প্রতিযোগিতা জেতার পর বছরের শেষ দিকে তরুণতম দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। অর্থের দিক থেকেও বাকিদের পিছনে ফেলেছেন তিনি। গুকেশের রোজগার ছাপিয়ে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্টকেও।

Advertisement

গত বছর গুকেশ খেলাধুলো থেকে ১৩.৬ কোটি টাকা রোজগার করেছেন। এ ছাড়া বিশ্বসেরা হওয়ার পর তামিলনাড়ু সরকার তাঁকে পাঁচ কোটি টাকা দিয়েছে। ক্যান্ডিডেটস জেতার পর স্কুলের তরফে গুকেশ পেয়েছেন একটি বহুমূল্যের গাড়ি।

গত বছর ১৭ জন দাবাড়ু অন্তত ১ লক্ষ ডলার বা ৮৬ লক্ষ টাকা উপার্জন করেছেন। তালিকায় কোনেরু হাম্পি-সহ ভারতের দু’জন মহিলা রয়েছেন। ভারতের আর প্রজ্ঞানন্দ এবং অর্জুন এরিগাইসি রয়েছেন।

দাবার একটি ওয়েবসাইটে জানিয়েছে, গত বছর ছ’জন খেলোয়াড় বছরে চার লক্ষ ডলার বা ৩ কোটি ৪৪ লক্ষেরও বেশি টাকা রোজগার করেছেন। অন্তত ১৭ জন ছ’অঙ্কের বেশি ডলার রোজগার করেছেন।

আমেরিকার প্রেসিডেন্ট বছরে চার লক্ষ ডলার রোজগার করেন। এ ছাড়া অতিরিক্ত খরচ হিসাবে ৫০ হাজার ডলার, যাতায়াত বাবদ এক লক্ষ ডলার এবং বিনোদন বাবদ ১৯ হাজার ডলার পান।

গত বছর দাবা খেলে রোজগারের নিরিখে ম্যাগনাস কার্লসেন রয়েছেন চতুর্থ স্থানে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যিনি রানার্স হয়েছেন সেই ডিং লিরেন আছেন দু’নম্বরে। এর পর রয়েছেন আলিরেজা ফিরুজা।

Advertisement
আরও পড়ুন