ICC Champions Trophy 2025

আফগানিস্তানকে বয়কট করার ভাবনা নেই দক্ষিণ আফ্রিকার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে দুই দেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে বয়কট করার জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে অনুরোধ করেছিলেন ব্রিটেনের সাংসদ। সেই অনুরোধ মানছে না ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮
cricket

আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের একটি মুহূর্ত। — ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে বয়কট করার জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে অনুরোধ করেছিলেন ব্রিটেনের সাংসদ। সেই অনুরোধ মানছে না ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তারা জানিয়েছে, আফগানিস্তানকে নির্বাসিত করার ক্ষমতা একমাত্র আইসিসি-র কাছেই রয়েছে।

Advertisement

আফগানিস্তানের শাসক তালিবান সরকার মহিলাদের খেলাধুলোর অধিকার কেড়ে নিয়েছে। মহিলাদের ক্রিকেট দলটিও ভেঙে দেওয়া হয়েছে। সে কারণেই বিভিন্ন মহল থেকে দক্ষিণ আফ্রিকাকে চাপ দেওয়া হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার জন্য। অতীতে এই একই কারণে আফগানিস্তান সিরি‌জ় বাতিল করেছিল অস্ট্রেলিয়া।

যদিও সিএসএ জানিয়েছে, ব্রিটেনের সাংসদ লর্ড পিটার হাইন যে অনুরোধ করেছেন তা মানা সম্ভব হচ্ছে না। যে হেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি-র প্রতিযোগিতা, তাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইসিসি-রই রয়েছে। সিএসএ এটাও জানিয়েছে, তারা মহিলাদের অধিকার এবং পুরুষ দলের মতোই মহিলা দলকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। তবে এই ক্ষেত্রে বাইরের কোনও অনুরোধ তারা মানতে পারবে না।

উল্লেখ্য, কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জিও আফগানিস্তান ম্যাচ বয়কট করার দাবি তুলেছিলেন। তাঁর দাবি ছিল, যে দেশের খেলাধুলোর পুরোটাই রাজনৈতিক ভাবে পরিচালনা করা হচ্ছে সেই দেশের বিরুদ্ধে খেলার অর্থ এই কাজ প্রশ্রয় দেওয়া। ম্যাকেঞ্জি জানিয়েছিলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর হাতে থাকলে কোনও ভাবেই এই ম্যাচ করতে দিতেন না।

Advertisement
আরও পড়ুন