Indian Cricket

ভারতীয় ক্রিকেটে ইতিহাস, দেশের এক মহিলা ক্রিকেটারের হাত ধরে

মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে ভারতের এক ক্রিকেটারকে। বোর্ডের কাছ থেকে অনুমতি পেয়েছেন তিনি। সিনিয়র জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৪:৫৩
Picture of Women Cricket team of India

ভারতের মহিলা ক্রিকেট দল। —ফাইল চিত্র।

বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি নেই। ভারতের মহিলা ক্রিকেটারেরা অবশ্য বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগগুলিতে খেলতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলেছেন। এ বার ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন শ্রেয়াঙ্কা পাটিল।

ভারতের তরুণ অফ স্পিনার খেলবেন গায়ানা অ্যামাজ়ন ওয়ারিয়র্সের হয়ে। এখনও ভারতীয় সিনিয়র মহিলা দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি শ্রেয়াঙ্কার। তার আগেই বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলার সুযোগ পেয়ে ভারতের মহিলা ক্রিকেটে নজির গড়লেন তিনি।

Advertisement

হরমনপ্রীত, মন্ধানা ছাড়াও মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলতে দেখা গিয়েছে জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষদের। এ বার ওয়েস্ট ইন্ডিজ়ের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলবেন শ্রেয়াঙ্কা। সম্প্রতি ভারতের মহিলা ‘এ’ দলের হয়ে মহিলাদের এমার্জিং এশিয়া কাপে খেলেছেন তরুণ অফস্পিনার। দু’টি ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি।

আগামী ৩১ অগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হবে মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। মোট সাতটি ম্যাচ হবে প্রতিযোগিতায়। খেলবে তিনটি দল। গায়ানা অ্যামাজ়ন ওয়ারিয়র্স ছাড়া বাকি দু’টি দল হল বার্বাডোজ রয়্যালস এবং ত্রিনবাগো নাইট রাইডার্স। অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ডের ক্রিকেটারদের খেলতে দেখা যাবে প্রতিযোগিতায়।

Advertisement
আরও পড়ুন