Dollar- Money

ডলার ছুঁল ৮৬ টাকা

এই প্রথম এক ডলার ৮৬ পেরিয়ে পৌঁছে গেল ৮৬.০৪ টাকায়। উত্থান ১৪ পয়সা। বিশেষজ্ঞেরা বলছেন ভারতের মূলধনী বাজার মহাসঙ্কটে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০৭:৪২
নজিরবিহীন তলানিতে নামল ভারতীয় মুদ্রা।

নজিরবিহীন তলানিতে নামল ভারতীয় মুদ্রা। —প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় বৃহস্পতিবার আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল, ছ’মাসের মধ্যে টাকাকে আরও দুর্বল করে ৮৬ টাকা হতে পারে ডলারের দাম। মাত্র ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই আশঙ্কা সত্যি হয়ে গেল। নজিরবিহীন তলানিতে নামল ভারতীয় মুদ্রা। এই প্রথম এক ডলার ৮৬ পেরিয়ে পৌঁছে গেল ৮৬.০৪ টাকায়। উত্থান ১৪ পয়সা। বিশেষজ্ঞেরা বলছেন ভারতের মূলধনী বাজার মহাসঙ্কটে। টাকার অবাধ পতনের পাশাপাশি লাগাতার নামছে শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স ২৪১.২০ পয়েন্ট পড়ে ৭৬ হাজারের দোরগোড়ায় এসে থেমেছে ৭৭,৩৭৮.৯১ অঙ্কে। গত তিন দিনে সূচকটি পড়েছে মোট ৮২০ পয়েন্ট। ১২ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ হারিয়েছে লগ্নিকারীরা। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি মোট ১২,৭৮৭.৭৩ কোটি টাকার পুঁজি তুলে নিয়েছে। যা টাকার অবমূল্যায়নের অন্যতম কারণ।

Advertisement

বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির লাগাতার ভারতে শেয়ার বিক্রি নিয়ে এ দিন মোদী সরকারের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ এক্স-এ লিখেছেন, তাঁদের হিসাব অনুযায়ী নতুন বছরের প্রথম কয়েক দিনেই শেয়ার বাজার থেকে ২০০ কোটি ডলারের (প্রায় ১৭,২০০ কোটি টাকা) পুঁজি তুলেছে ওই সব সংস্থা। যা সূচককে নীচে নামিয়েছে।

শুক্রবার শেষ হওয়া সপ্তাহে সেনসেক্স নিট পড়েছে ১৮৪৪.২ পয়েন্ট। নিফ্‌টি ৫৭৩.২৫। আপাতত টাকা এবং বাজার, দুই-ই অস্থির থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। সাধারণ ক্ষুদ্র লগ্নিকারীদের প্রতি তাঁদের পরামর্শ, আপাতত শেয়ার কেনা বন্ধ রাখাই ভাল।

Advertisement
আরও পড়ুন