Virat Kohli

‘হাতে মোবাইল থাকলেই কারও সঙ্গে মশকরা ঠিক নয়’, অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে কোহলির নিশানায় কারা

২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু ভারতের। তার আগে ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন বিরাট কোহলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১২:১৫
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

তারকাদের জীবনের অন্দরমহলও এখন তাঁদের ভক্তদের চোখের সামনে। সৌজন্যে সমাজমাধ্যম। সেখানে যেমন প্রশংসা হয়, তেমনই শুনতে হয় সমালোচনাও। কখনও কখনও মশকরা করতে গিয়ে তারকাদের সম্পর্কে নিম্নমানের কথা বলা হয়। সেখানেই আপত্তি বিরাট কোহলির। তাঁর খেলা নিয়ে সমাজমাধ্যমে যত আলোচনা হয় ঠিক ততটাই হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ়। তার আগে ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন কোহলি। তাঁর মতে, হাতে মোবাইল থাকলেই কারও সঙ্গে মশকরা উচিত নয়।

Advertisement

একটি ভিডিয়ো বার্তায় কোহলি জানিয়েছেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করা উচিত। তিনি বলেন, “আপনাদের প্রত্যেকে সমাজমাধ্যম ব্যবহার করেন। সেই প্রযুক্তি ইতিবাচক কাজে লাগান। মোবাইলের মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পারেন। কিন্তু তার মানে এই নয় কারও সমালোচনা শুরু করবেন। হাতে মোবাইল থাকলেই কারও সঙ্গে মশকরা ঠিক নয়। এতে আপনারা আরও অনেকের মনে নেচিবাচক প্রভাব ফেলছেন। তাতে সমাজের ক্ষতি হচ্ছে। ইতিবাচক থাকুন। সমাজ উন্নত হবে।”

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সমাজমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হয় কোহলিকে নিয়ে। তিনি রান করলে তাঁর ভক্তেরা প্রশংসায় ভরিয়ে দেন। আবার খারাপ খেললে সেই ভক্তেরাই নিন্দা করেন। ব্যক্তিগত জীবনে কোহলি কী করছেন সে দিকেও নজর থাকে সকলের। অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ে হওয়ার আগে কোহলির খারাপ ব্যাটিংয়ের জন্য সমাজমাধ্যমে অনুষ্কাকেও দায়ী করা হয়েছিল। কোহলির মতে, এই ভাবে কাউকে নিশানা করা উচিত নয়। তাই এই বার্তা দিয়েছেন তিনি।

গত বছর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপে শতরান করার পর থেকে আর তিন অঙ্কে পৌঁছতে পারেননি কোহলি। দেশের মাটিতে বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খারাপ খেলেছেন। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচেও রান পাননি। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে পিছিয়ে পড়েছে ভারত। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজ় জিততে হলে কোহলির ব্যাটে রান প্রয়োজন। তার জন্য দরকার মনঃসংযোগ। অস্ট্রেলিয়া সফরে যাতে বাইরের কোনও ঘটনায় তাঁর মনঃসংযোগ নষ্ট না হয় সেই কারণেই হয়তো আগেই ভক্তদের মশকরা না করার বার্তা দিলেন ভারতীয় ব্যাটার।

আরও পড়ুন
Advertisement