BGT 2024-25

পার্‌থ টেস্টে দেশের নাম ডোবালেন ভারতীয় সমর্থক, ওয়াসিম আক্রমকে কটু কথা, বাড়ল নিরাপত্তা

পার্‌থ টেস্টে এক ভারতীয় সমর্থক নাম ডোবালেন দেশের। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে কটু কথা বলে সমালোচিত তিনি। অপ্রীতিকর এই ঘটনার জেরে পার্‌থের অপ্টাস স্টেডিয়ামের নিরাপত্তা বাড়াচ্ছেন আয়োজকেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:০৪
cricket

ওয়াসিম আক্রম। — ফাইল চিত্র।

পার্‌থ টেস্টে এক ভারতীয় সমর্থক নাম ডোবালেন দেশের। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে কটু কথা বলে সমালোচিত তিনি। অপ্রীতিকর এই ঘটনার জেরে পার্‌থের অপ্টাস স্টেডিয়ামের নিরাপত্তা বাড়াচ্ছেন আয়োজকেরা।

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন ওয়াসিম আক্রম। শনিবার দ্বিতীয় দিনের খেলার সময় তিনি ধারাভাষ্য দেওয়ার জন্য নির্দিষ্ট বক্সের দিকে এগোচ্ছিলেন। তার মাঝে এক ভারতীয় সমর্থককে সই দিচ্ছিলেন। সেই সময়েই তাঁর উদ্দেশে কটু কথা বলতে থাকেন ওই সমর্থক। সেই মুহূর্তে কিছু বলেননি আক্রম।

তবে ঘটনাটি সেখানেই থামেনি। ম্যাচের পর স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছিলেন ওই সমর্থক। আক্রম গাড়ি ধরার সময় আবার তাঁকে খারাপ কথা বলেন। পুলিশ এসে ওই সমর্থককে সরিয়ে দেয়। তিনি মত্ত ছিলেন কি না তা জানা যায়নি। আক্রম ওই ঘটনায় একেবারেই খুশি হননি।

ক্রিকেট কর্তারা জানিয়েছেন, আক্রমের উদ্দেশে কোনও বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়নি। তবে পার্‌থ টেস্টের বাকি দিনগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো। প্রাক্তন হোক বা বর্তমান, কোনও ক্রিকেটারকেই যাতে খারাপ কথা না বলা হয় সেটি নিশ্চিত করা হবে। পাশাপাশি, ধারাভাষ্যকারেরা যাতে স্টেডিয়ামের ভেতর থেকেই গাড়ি ধরতে পারেন তাঁর ব্যবস্থা করা হবে।

এই ঘটনাকে সমর্থন করতে পারেননি অনেক ভারতীয় সমর্থকই। তাঁরা সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন