আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
আইপিএল নিলামের দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। তাঁদের নজরে রয়েছেন বেশ কয়েক জন ক্রিকেটার। বিভিন্ন দলের মধ্যে কয়েক জনকে নিয়ে আইপিএলের নিলামে কাড়াকাড়ি হতে পারে বলে মনে করা হচ্ছে।
মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন। দেখে নেওয়া যাক, কোন দল কাদের পাওয়ার জন্য ঝাঁপাতে পারে। কেমন হতে পারে দলগুলির সম্ভাব্য প্রথম একাদশ।
চেন্নাই সুপার কিংস
মহেন্দ্র সিংহ ধোনি আগামী আইপিএলে খেলবেন বলে জানিয়েছেন। তবে স্বাভাবিক ভাবেই আর খুব বেশি দিন খেলবেন না ৪৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর পরিবর্তের খোঁজে রয়েছেন চেন্নাই কর্তৃপক্ষ। ভারতীয়দের মধ্যে ধোনির সেরা বিকল্প হতে পারেন ঋষভ পন্থ। তাঁকে দলে পেতে ঝাঁপাতে পারে চেন্নাই। এ ছাড়াও পাঁচ বারের চ্যাম্পিয়নদের নজরে রয়েছেন ডেভন কনওয়ে, ফ্যাফ ডুপ্লেসি, অজিঙ্ক রাহানে, সমীর রিজ়ভি, রাচিন রবীন্দ্র এবং মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের কাছে রয়েছে ৫৫ কোটি টাকা।
সম্ভাব্য প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ডেভন কনওয়ে, সমীর রিজভি/অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মার্কাস স্টোইনিস, রবীন্দ্র জাডেজা, গ্লেন ফিলিপস, মহেন্দ্র সিংহ ধোনি, রাহুল চাহার, তুষার দেশপাণ্ডে, মাথিশা পাতিরানা।
মুম্বই ইন্ডিয়ান্স
শক্তিশালী দল তৈরি পরিকল্পনা রয়েছে মুম্বইয়েরও। যশপ্রীত বুমরার সঙ্গী হিসাবে ট্রেন্ট বোল্টের জন্য ঝাঁপাতে পারেন মুম্বই কর্তৃপক্ষ। এ ছাড়াও মুম্বইয়ের নজরে রয়েছেন পীযূষ চাওলা, ক্রুণাল পাণ্ড্য। অলরাউন্ডার হিসাবে সিকান্দর রাজা অথবা মিচেল মার্শের এক জনকে পাওয়ার জন্য চেষ্টা করবেন তাঁরা। তাঁদের হাতে রয়েছে ৪৫ কোটি টাকা।
সম্ভাব্য প্রথম একাদশ
রোহিত শর্মা, ঈশান কিশন/কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, সিকান্দর রাজা/মিচেল মার্শ, ক্রুণাল পাণ্ড্য, পীযূষ চাওলা, যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
এক বারও আইপিএল চ্যাম্পিয়ন হতে না পারা বেঙ্গালুরু নতুন করে দল সাজাতে চাইছে। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তৈরিই লক্ষ্য বেঙ্গালুরু কর্তৃপক্ষের। ৮৩ কোটি টাকা নিয়ে নিলামে আসবে আরসিবি। অলরাউন্ডার উইল জ্যাকস, স্পিনার যুজবেন্দ্র চহাল রয়েছেন বেঙ্গালুরুর তালিকায়। লোকেশ রাহুলের জন্যও ঝাঁপাবেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। তালিকায় আছেন গ্লেন ম্যাক্সওয়েল, রাচিনও। অস্ট্রেলিয়ার জোরে বোলার জশ হেজ়লউড অথবা মিচেল স্টার্কের এক জনকে দলে পেতে মরিয়া হতে পারেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ।
সম্ভাব্য প্রথম একাদশ
বিরাট কোহলি, লোকেশ রাহুল, রজত পটিদার, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েল/রাচিন রবীন্দ্র, মাহিপাল লোমরোর/অভিনব মনোহর, যুজবেন্দ্র চহাল/ওয়াশিংটন সুন্দর, নুর আহমেদ/আল্লাহ গজনফর, মহম্মদ সিরাজ, যশ দয়াল, জশ হেজ়লউড/নাথান এসিল।
সানরাইজার্স হায়দরাবাদ
নিলামে সর্বোচ্চ ৪৫ কোটি টাকা খরচ করতে পারবেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। এক জন ভাল মিডল অর্ডার ব্যাটারের খোঁজে রয়েছেন তাঁরা। যিনি প্রয়োজনে আবার কয়েক ওভার বলও করতে পারবেন। হায়দরাবাদের নজরে রয়েছেন বেঙ্কটেশ এবং নেহাল ওয়াধেরা। মহম্মদ সিরাজের জন্যও ঝাঁপাতে পারে হায়দরাবাদ। এ ছাড়া ওয়ানিন্দু হাসরঙ্গ, রাচিন রবীন্দ্র, ওয়াশিংটন সুন্দরকেও দলে নিতে পারে হায়দরাবাদ।
সম্ভাব্য প্রথম একাদশ
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, বেঙ্কটেশ আয়ার, হেনরিক ক্লাসেন, নেহাল ওয়াধেরা, নীতীশ রেড্ডি, আশুতোষ/ওয়াশিংটন সুন্দর, ওয়ানিন্দু হাসরঙ্গ/রাচিন রবীন্দ্র, প্যাট কামিন্স, যুববেন্দ্র চহাল/রাহুল চাহার, মহম্মদ সিরাজ, টি নটরাজন/ভুবনেশ্বর কুমার।
রাজস্থান রয়্যালস
দলের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী হলেও ভাল বোলার নেওয়ার জন্য ঝাঁপাতে হবে রাজস্থান কর্তৃপক্ষকে। তাঁদের নজরে রয়েছেন বোল্ট এবং চহাল। জস বাটলারকে ফেরানোর জন্য ঝাঁপাতে পারে রাজস্থান। নজরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজে। রাজস্থান নিলামে খরচ করতে পারবে ৪১ কোটি টাকা।
সম্ভাব্য প্রথম একাদশ
সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ডেবিড মিলার, ধ্রুব জুরেল, জ্যাকব বেথেল, শিমরন হেটমেয়ার, যুজবেন্দ্র চহাল, জেরাল্ড কোয়েৎজে, সন্দীপ শর্মা, টি নটরাজন।
লখনউ সুপার জায়ান্টস
ভাল দল গড়ার পরিকল্পনা তৈরি লখনউ কর্তৃপক্ষেরও। লোকেশ রাহুলকে ছেড়ে দেওয়ায় এক জন ভাল ব্যাটারের খোঁজে রয়েছেন তাঁরা। তাই লখনউ কেকেআরের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আয়ারকে পাওয়ার জন্য ঝাঁপানোর পরিকল্পনা করেছে। ঈশন কিশন, নমন ধীরও রয়েছেন লখনউ কর্তৃপক্ষের আগ্রহের তালিকায়। লখনউ ঝাঁপাতে পারে নীতীশ রানা, বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিসদের জন্যও। তাদের হাতে রয়েছে ৬৯ কোটি টাকা।
সম্ভাব্য প্রথম একাদশ
জস বাটলার/কুইন্টন ডি কক, ঈশন কিশন/নমন ধীর, নিকোলাস পুরান, শ্রেয়স আয়ার/নীতীশ রানা, গ্লেন ম্যাক্সওয়েল/মার্কাস স্টোইনিস, আয়ুষ বাদোনি, রবি বিশ্নোই, মহসিন খান, মায়াঙ্ক যাদব, জশ হেজ়লউড।
দিল্লি ক্যাপিটালস
গত বারের অধিনায়ক পন্থকে নিলামের জন্য ছেড়ে দেওয়া হলেও তাঁকে ফিরে পেতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন দিল্লি কর্তৃপক্ষ। তাঁদের নজরে রয়েছেন শ্রেয়স, ফিল সল্ট, কাগিসো রাবাডা, বেঙ্কটেশও। বাংলার জোরে বোলার মুকেশ কুমারকে নিতেও আগ্রহী দিল্লি। এ ছাড়া ভুবনেশ্বর কুমার, জশ ইংলিস, গ্লেন ফিলিপসেরা রয়েছেন দিল্লির তালিকায়। নিলামে দিল্লি ক্যাপিটালসের হাতে থাকবে ৭৩ কোটি টাকা।
সম্ভাব্য প্রথম একাদশ
ফিল সল্ট/যশ ইংলিস, বেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, নেহাল ওয়াধেরা, ট্রিস্টান স্টাবস/গ্লেন ফিলিপস, অক্ষর পটেল, জেকব বেথেল/ওমরজাই, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, কাগিসো রাবাডা/স্পেনসর জনসন, রাসিখ দার/মুকেশ কুমার।
গুজরাত টাইটান্স
নিলামে ৬৯ কোটি টাকা খরচ করতে পারবে গুজরাত। বেশ কয়েক জন প্রথম সারির ক্রিকেটার রয়েছেন গুজরাতের তালিকায়। ঈশান, ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, শ্রেয়স, হেজ়লউড, স্টার্কদের কেনার চেষ্টা করবেন তাঁরা। মহম্মদ শামিকেও ফিরিয়ে আনার চেষ্টা করবেন গুজরাত কর্তৃপক্ষ। বোল্ট, মিলার, উমরান মালিকেরাও আছেন তালিকায়।
সম্ভাব্য প্রথম একাদশ
ঈশান কিশন, শুভমন গিল, সাই সুদর্শন, গ্লেন ম্যাক্সওয়েল/মার্কাস স্টোইনিস, ডেভিড মিলার/হ্যারি ব্রুক, শাহরুখ খান, রাহুল তেওতিয়া, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ শামি/উমরান মালিক, মিচেল স্টার্ক/ট্রেন্ট বোল্ট।
পঞ্জাব কিংস
নিলামে সবচেয়ে বেশি ১১০.৫ কোটি টাকা নিয়ে নামছে পঞ্জাব। বেশ কয়েক জন প্রথম সারির ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারেন পঞ্জাব কর্তৃপক্ষ। পন্থ, লোকেশ রাহুল, শ্রেয়স, বাটলারেরা রয়েছেন পঞ্জাবের পছন্দের তালিকায়। এই চার ক্রিকেটারের অন্তত দু’জনকে দলে নিতে চায় পঞ্জাব। ছেড়ে দেওয়া আরশদীপ সিংহের জন্যও ঝাঁপাতে প্রস্তুত পঞ্জাব। প্রীতি জিনতার দল অবশ্য প্রায় সব কিছুই গোপন রেখেছে। তাই তাদের সম্ভাব্য প্রথম একাদশ সম্পর্কে তেমন ধারণা পাওয়া যায়নি।
কলকাতা নাইট রাইডার্স
গত বারের আইপিএল চ্যাম্পিয়নেরা এ বারও ট্রফি জেতার লক্ষ্যে দল তৈরি করবে। কেকেআর কর্তৃপক্ষের হাতে রয়েছে ৫১ কোটি টাকা। আগের দলে থাকা বেশ কয়েক জনকে নিলাম থেকে কেনার চেষ্টা করবেন কলকাতা কর্তৃপক্ষ। সল্ট, বেঙ্কটেশ, রহমানুল্লা গুরবাজ়, সূয়ষ শর্মার মতো ক্রিকেটারেরা এ বারও রয়েছেন কেকেআর কর্তৃপক্ষের নজরে। যতটা সম্ভব চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের ফেরানো চেষ্টা করতে পারেন কেকেআর কর্তৃপক্ষ। এক জন ভাল বিদেশি জোরে বোলার নিতে পারেন তাঁরা। তালিকায় রয়েছে কোয়েৎজের নাম।
সম্ভাব্য প্রথম একাদশ
সুনীল নারাইন, রহমানুল্লাহ গুরবাজ়, দেবদত্ত পাড়িক্কল, রমনদীপ সিংহ, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, জেরাল্ড কোয়েৎজে/গাস অ্যাটকিনসন, সূয়ষ শর্মা, হর্ষিত রানা।