Ranji Trophy 2024-25

বিরাট, পন্থ রঞ্জির প্রাথমিক দলে, ব্যাট হাতে নামবেন কি না সিদ্ধান্ত নেবে বোর্ড

২০১২ সালের পর রঞ্জি ট্রফিতে খেলেননি কোহলি। দিল্লির হয়ে ২০১৭-১৮ মরসুমের পর খেলেননি পন্থও। বিসিসিআইয়ের কড়া অবস্থান পরিস্থিতি বদলাতে পারে। ডিডিসিএ সচিবও বোর্ডের সুরেই কথা বলেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:৪৭
Picture of Virat Kohli and Rishabh Pant

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং ঋষভ পন্থ (ডান দিকে)। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট কোহলি, রোহিত শর্মার পারফরম্যান্সে বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। ফর্মে না থাকা আরও কয়েক জন ক্রিকেটারকে নিয়েও অসন্তোষ রয়েছে। গত শনিবার রিভিউ বৈঠকে কোহলি, রোহিতদের রঞ্জি ট্রফি খেলার বার্তা দেওয়া হয়েছে। সেই মতো মুম্বইয়ের রঞ্জি দলের অনুশীলনে যোগ দিয়েছেন রোহিত। বোর্ডের মনোভাব জানার পর দিল্লিও রঞ্জি ট্রফির প্রাথমিক তালিকায় রাখল কোহলিকে। রাখা হয়েছে ঋষভ পন্থ এবং হর্ষিত রানাকেও।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলা তিন ক্রিকেটারকেই রঞ্জি ট্রফির প্রাথমিক তালিকায় রাখল দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। প্রাথমিক তালিকায় ৩৮ জন ক্রিকেটারকে রেখেছেন ডিডিসিএ কর্তারা। কোহলি, পন্থ এবং হর্ষিতকে রাখা হয়েছে ‘ইন্টারন্যাশনাল প্লেয়ার্স’ বা আন্তর্জাতিক ক্রিকেটার বিভাগে। এই বিভাগের ক্রিকেটারদের চূড়ান্ত দলে থাকা নির্ভর করবে প্রতিযোগিতার সময় তাঁদের খেলার সম্ভাবনার উপরে। অর্থাৎ প্রাথমিক দলে রাখা হলেও কোহলি, পন্থ এবং হর্ষিতকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য বাধ্য করবেন না ডিডিসিএ কর্তারা। তাঁরা বিষয়টি ছেড়ে দিচ্ছেন বিসিসিআইয়ের উপর। ভারতীয় বোর্ড এই তিন ক্রিকেটারকে রঞ্জি ট্রফিতে খেলাতে বললে, চূড়ান্ত দলে রাখা হবে তাঁদের। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে ডিডিসিএ। কোহলি, পন্থ এবং হর্ষিতের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়।

ডিডিসিএ সচিব অশোক শর্মা বলেছেন, ‘‘কোহলির উচিত মুম্বইয়ের ক্রিকেটারদের দেখে অনুপ্রাণিত হওয়া। সুযোগ থাকলে ওর দিল্লির হয়ে খেলা উচিত। ভারতীয় বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। আমার মতে কোহলি এবং পন্থের অন্তত একটা ম্যাচ খেলা দরকার। তবে ওরা খেলবে কিনা, বলতে পারব না।’’ ডিডিসিএ সচিব নাম না করে সম্ভবত রোহিতের উদাহরণ দিয়েছেন। উল্লেখ্য, মুম্বইয়ের ক্রিকেটারেরা সাধারণত সুযোগ থাকলে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেন। তবে ২০১৫ সালের পর রঞ্জি খেলেননি রোহিতও। বোর্ডের মনোভাব বুঝে রোহিত অনুশীলন শুরু করেছেন অজিঙ্ক রাহানেদের সঙ্গে।

২০১২ সালের পর রঞ্জি ট্রফিতে খেলেননি কোহলি। দিল্লির হয়ে ২০১৭-১৮ মরসুমের পর খেলেননি পন্থও। মনে করা হচ্ছে, ভারতীয় দল শেষ ১০টি টেস্টের ছ’টি হারার পর বিসিসিআইয়ের কড়া অবস্থান পরিস্থিতি বদলাতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারেন কোহলি এবং পন্থ।

Advertisement
আরও পড়ুন