Jograj Singh

হিন্দি ভাষাকে বিদ্রুপ, নারী-বিরোধী মন্তব্য, আরও বিতর্কে যুবরাজের বাবা, যোগরাজকে জবাব কপিলের

একসঙ্গে নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন যুগরাজ। সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন যুবরাজের বাবা। প্রাক্তন ক্রিকেটার তথা অভিনেতা। বিভিন্ন বিষয়ে মতামত জানাতে গিয়ে তৈরি করেছেন বিতর্ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৭:৩১
Picture of Jograj Singh

যোগরাজ সিংহ। ছবি: এক্স (টুইটার)।

এক সাক্ষাৎকারে একাধিক বিতর্ক। কেন্দ্রীয় চরিত্র যোগরাজ সিংহ। নানা বিষয়ে নিজের বক্তব্য এবং মতামত জানাতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন যুবরাজ সিংহের বাবা। তাঁর দাবি, যুবরাজের থেকে তিনি ভাল ব্যাটার ছিলেন। দল থেকে বাদ পড়ার রাগে কপিল দেবকে নাকি খুন করতে গিয়েছিলেন। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আবার নারী ক্ষমতায়নের বিরোধী। হিন্দি ভাষা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন যুবরাজের বাবা।

Advertisement

ভারতের হয়ে একটি টেস্ট এবং ছ’টি এক দিনের ম্যাচ খেললেও যোগরাজ বেশি পরিচিত পঞ্জাবি সিনেমার অভিনেতা হিসাবে। পঞ্জাবি ছাড়া একাধিক হিন্দি এবং তামিল সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। দেশের হয়ে ছ’টি এক দিনের ম্যাচে ১ রান করা যোগরাজের দাবি, তিনি ব্যাটার হিসাবে ছেলে যুবরাজের থেকে অনেক ভাল ছিলেন। যোগরাজ বলেছেন, ‘‘যুবরাজের থেকে আমি অনেক ভাল ব্যাটার ছিলাম। ও আমার ১০ ভাগ পরিশ্রম করলেও অনেক ভাল ক্রিকেটার হতে পারত। কিংবদন্তি ক্রিকেটার হতে পারত।’’ বাবার এমন মন্তব্যের প্রেক্ষিতে ভারতের দু’টি বিশ্বকাপ জয়ে অবদান রাখা যুবরাজে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

যোগরাজ বলেছেন, উত্তরাঞ্চল দল থেকে বাদ পড়ার পর কপিলকে খুন করতে চেয়েছিলেন। তিনি বলেছেন, ‘‘ভারতীয় দল, উত্তরাঞ্চল ও হরিয়ানার অধিনায়ক হওয়ার পরে কপিল আমাকে তিনটি দল থেকেই বাদ দেয়। বাদ দেওয়ার কোনও কারণ জানায়নি। আমার স্ত্রী বলেছিল, কপিলের বাড়ি গিয়ে ওকে প্রশ্ন করতে কেন দল থেকে বাদ দেওয়া হল। আমি স্ত্রীকে কথা দিয়েছিলাম, কপিলকে শিক্ষা দেবই।’’ তিনি আরও বলেন, ‘‘আমার কাছে একটা পিস্তল ছিল। সেটা নিয়েই কপিলের বাড়ি যাই। ও নিজের মাকে নিয়ে বাড়ির বাইরে এসেছিল। খুব রেগে গিয়েছিলাম ওর উপরে। অনেক কথা শুনিয়েছিলাম। বলে এসেছিলাম, আজ তোর মা না থাকলে পিস্তলের গুলিতে তোর মাথা ফুটো করে দিতাম।’’ প্রাক্তন সতীর্থের এমন চাঞ্চল্যকর মন্তব্য নিয়ে কপিলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘কে যোগরাজ সিংহ?’’ যুবরাজের বাবার কথা বলা হলে, কপিল কোনও মন্তব্য না করে মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন।

নারী ক্ষমতায়নের তীব্র বিরোধী যোগরাজ। এ নিয়ে ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আপনি যদি আপনার স্ত্রীকে ক্ষমতা দেন, তা হলে সে আপনার বাড়ি ধ্বংস করে দেবে। একটা কথা বলি। কিছু মনে করবেন না। দুঃখের হলেও সত্যি যে, ইন্দিরা গান্ধী দেশ চালিয়েছেন এবং দেশকে ধ্বংস করেছেন। মহিলাদের সম্মান করুন। তাঁদের ভালবাসুন। কিন্তু তাঁদের হাতে ক্ষমতা দেবেন না।’’ এই মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে যোগরাজকে। সমাজমাধ্যমে বহু মানুষ তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

হিন্দি ভাষা নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন যোগরাজ। তাঁর মতে, পুরুষদের কথা বলার আদর্শ ভাষা হল পঞ্জাবি। হিন্দিভাষীদের বিদ্রুপও করেছেন। তাঁর কথায়, হিন্দি মেয়েলি ভাষা।

Advertisement
আরও পড়ুন