Paris Olympics 2024

বদলে দেওয়া হবে প্যারিস অলিম্পিক্সের নষ্ট হয়ে যাওয়া সব পদক, জানাল কমিটি

অলিম্পিক্সের সময়ই পদকের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। কালো হয়ে যাওয়া পদকের ছবি কয়েক জন খেলোয়াড় সমাজমাধ্যমে পোস্ট করেন। প্যারিসের এক গয়না তৈরির সংস্থা পদকগুলি তৈরি করেছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:২৪
Picture of Olympics medal

প্যারিস অলিম্পিক্সের নষ্ট হয়ে যাওয়া পদক। ছবি: এক্স (টুইটার)।

প্যারিস অলিম্পিক্সের পদকের মান নিয়ে প্রশ্ন উঠেছিল গেমসের সময়ই। বিভিন্ন দেশের পদকজয়ীরা অভিযোগ করেছিলেন, দু’-তিন দিনের মধ্যেই কালো হয়ে যাচ্ছে পদক। প্যারিস অলিম্পিক্স কর্তৃপক্ষ সে সময় দাবি করেছিলেন, পদকের গুণগত মানে সমস্যা নেই। কিন্তু পদক নিয়ে একের পর অভিযোগ আসায়, খারাপ হয়ে যাওয়া পদকগুলি বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) জানিয়েছে, যাঁদের পদক নষ্ট হয়ে গিয়েছে তাঁদের সকলের পদকই বদলে দেওয়া হবে।

Advertisement

প্রথম দু’-একটি অভিযোগের ক্ষেত্রে বিশেষ আমল দেননি প্যারিসের আয়োজকেরা। কিন্তু অভিযোগ বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসতে বাধ্য হন তাঁরা। উদ্বিগ্ন আয়োজকেরা যোগাযোগ করেন পদক নির্মাতা সংস্থার সঙ্গে। কারণ বিষয়টির সঙ্গে ফ্রান্সের সম্মান জড়িত। আইওসি কর্তারাও কথা বলেন প্যারিস অলিম্পিক্সের আয়োজক কমিটির সঙ্গে। তখনই সিদ্ধান্ত হয়, খারাপ হয়ে যাওয়া পদকগুলি বদলে নতুন পদক দেওয়া হবে জয়ী ক্রীড়াবিদদের।

আইওসি জানিয়েছে, পদক নিয়ে উদ্বিগ্ন প্যারিসের আয়োজকেরা। তাঁরা পদক নির্মাতা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। আইওসি জানিয়েছে, যাঁদের পদক নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের সকলের পদকই বদলে দেওয়া হবে। হুবহু একই রকম পদক দেওয়া হবে তাঁদের। কয়েক সপ্তাহের মধ্যে পদক বদলের প্রক্রিয়া শেষ করা হবে। নির্মাতা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘আমরা গত অগস্ট থেকে নষ্ট হয়ে যাওয়া পদক বদলাতে শুরু করেছি। যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের পদক বদলে দেওয়া হয়েছে। নষ্ট হয়ে যাওয়া সব পদক বদলে নতুন পদক দেওয়া হবে কয়েক সপ্তাহের মধ্যে।’’ প্রযুক্তিগত ত্রুটির কারণে অলিম্পিক্সের কিছু পদক নষ্ট হয়েছে বলে দাবি সংস্থার। নষ্ট হওয়া অধিকাংশ পদকই ব্রোঞ্জের। রয়েছে কিছু সোনার পদকও। রুপোর পদকের ক্ষেত্রে বেশি অভিযোগ নেই।

প্যারিস অলিম্পিক্স চলার সময়ই ক্রীড়াবিদেরা পদকের মান নিয়ে সরব হয়েছিলেন। অনেকে সমাজমাধ্যমে কালো হয়ে যাওয়া পদকের ছবিও পোস্ট করেন। ফ্রান্সের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিভিন্ন দেশের অন্তত ১০০ জন ক্রীড়াবিদ আগেই তাঁদের নষ্ট হয়ে যাওয়া পদক ফেরত পাঠিয়ে বদলে দেওয়ার আবেদন করেছিলেন। তাঁদের পদক ইতিমধ্যেই বদলে দেওয়া হয়েছে। এ বার নষ্ট হয়ে যাওয়া বাকি পদকগুলিও বদলে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন