Rohit-Kohli

বিশ্বকাপে ন’টি আলাদা মাঠে খেলতে তৈরি রোহিত, আবার ২০১১ চান কোহলি

দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষিত। ভারতের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ আলাদা আলাদা মাঠে রয়েছে। বিশ্বকাপের সূচি নিয়ে কী বলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৮:২৮
Virat Kohli and Rohit Sharma

বিরাট কোহলি (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র

ভারতে এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। গ্রুপ পর্বে প্রতিটি দল ন’টি করে ম্যাচ খেলবে। ভারতের প্রতিটি ম্যাচ আলাদা আলাদা মাঠে রয়েছে। অর্থাৎ, দেশের বিভিন্ন প্রান্তে খেলতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। এই সূচি পছন্দ হয়েছে রোহিতের। ন’টি আলাদা মাঠে খেলতে নামার জন্য তৈরি তিনি। অন্য দিকে বিরাট আবার স্মৃতির পাতায় ডুব দিয়েছেন।

বিশ্বকাপের সূচি ঘোষণার পরে রোহিত বলেছেন, ‘‘প্রতিটি মাঠের পরিবেশ ও পরিস্থিতি আলাদা। তাই সব মাঠের সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। সেই চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আলাদা আলাদা মাঠে নামার জন্য নিজেদের তৈরি করছি।’’ রোহিতের মতে, এ বারের বিশ্বকাপে আরও বেশি লড়াই হবে। কারণ, সব দল এখন আরও বেশি শক্তিশালী। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘এখন সব দেশই আক্রমণাত্মক ক্রিকেট খেলে। তাই জোর টক্কর হবে। কেউ কাউকে ছেড়ে দেবে না। তাই এ বার আরও টান টান ম্যাচ হতে পারে।’’

Advertisement

শেষ বার যখন দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ ভারত খেলেছিল, তখন জাতীয় দলে নিয়মিত হননি রোহিত। তাই সেই বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। আর এ বার অধিনায়ক হিসাবে নামবেন তিনি। তবে আগের বারের বিশ্বকাপজয়ী দলে ছিলেন বিরাট। বিশ্বকাপ হাতে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

    মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে ২০১১ সালে এক দিনের বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। এ বার গ্রুপ পর্বে ওয়াংখেড়েতে একটিই খেলা ভারতের। সেমিফাইনালে উঠলে আবার মুম্বইয়ের মাঠে খেলতে পারে ভারত। ১২ বছর আগের সেই রাতের ওয়াংখেড়ের স্মৃতি এখনও টাটকা বিরাটের মনে।

    বিশ্বকাপের সূচি ঘোষণার পরে বিরাট বলেছেন, ‘‘মুম্বইয়ে খেলতে মুখিয়ে আছি। ২০১১ সালের বিশ্বকাপের স্মৃতি এখনও তাজা। সেই অভিজ্ঞতা আরও এক বার পেতে চাই।’’ এ বারই হয়তো ভারতের জার্সিতে শেষ এক দিনের বিশ্বকাপ খেলবেন বিরাট। কারণ, পরের বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে ৩৮। তাই এ বারই আরও এক বার বিশ্বকাপ জিততে তৈরি হচ্ছেন বিরাট।

    গ্রুপ পর্বে ভারতের ম্যাচের সূচি—

    • বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
    • বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
    • বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আমদাবাদ
    • বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুণে
    • বনাম নিউ জ়িল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
    • বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ
    • বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই
    • বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
    • বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু
    Advertisement
    আরও পড়ুন