ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র
এ বারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ১০টি দল মোট ৪৫টি ম্যাচ খেলবে। তার মধ্যে ৩৯টি ম্যাচ দিন-রাতের। বাকি ৬টি ম্যাচ দিনের। অর্থাৎ, দুপুরের বদলে সকালে শুরু হবে সেই ম্যাচগুলি।
দিন-রাতের ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে। অর্থাৎ, খেলা শেষ হতে রাত প্রায় ১০টা বাজবে। ভারতের সব ম্যাচই দিন-রাতের। এই সব ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। কারণ, অক্টোবর, নভেম্বর মাসে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে পরের দিকে বল গ্রিপ করতে সমস্যা হতে পারে বোলারদের। তাই দিন-রাতের খেলায় টসে জিতলে প্রথমে বল করার সিদ্ধান্ত নিতে পারে বেশির ভাগ দল।
বিশ্বকাপে দিনের খেলাগুলি শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। অর্থাৎ, সেই খেলাগুলি সন্ধ্যা ৬টার মধ্যে শেষ হওয়ার কথা। প্রথম দিনের খেলা হবে ৭ অক্টোবর। ধর্মশালায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। তার পর ১৪ অক্টোবর চেন্নাইয়ে খেলবে বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ড। ২১ অক্টোবর দুই কোয়ালিফায়ার দলের মধ্যে লখনউয়ে খেলা হবে দিনে। ২৮ অক্টোবর ধর্মশালায় খেলবে অস্ট্রেলিয়া ও নিউ জ়িল্যান্ড। ৪ নভেম্বর বেঙ্গালুরুতে খেলা রয়েছে নিউ জ়িল্যান্ড ও পাকিস্তানের। বিশ্বকাপের শেষ দিনের ম্যাচ ১২ নভেম্বর। পুণেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।
বিশ্বকাপের সূচি লক্ষ্য করলে দেখা যাবে, শনিবার দু’টি করে ম্যাচ রয়েছে। পাঁচটি শনিবার জোড়া ম্যাচ রয়েছে। তাই সেই দিনগুলি একটি করে খেলা দিনের ও একটি দিন-রাতের। শেষ সপ্তাহে অবশ্য শনিবারের বদলে রবিবার জোড়া খেলা। ফলে সেই সপ্তাহে রবিবার একটি খেলা রয়েছে দিনে। অন্যটি দিন-রাতে।