WPL 2024

মন্ধানাদের উৎসবে শামিল কোহলিও, বেঙ্গালুরুর মহিলা ক্রিকেটারদের সঙ্গে নাচ, ভাইরাল ভিডিয়ো

১৬ বছর চেষ্টা করেও আইপিএল জিততে পারেননি কোহলি। অথচ মন্ধানারা দ্বিতীয় বছরেই ডব্লিউপিএল চ্যাম্পিয়ন। তাঁদের জয়ে সমান খুশি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৮:০০
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন বিরাট কোহলি। প্রথম থেকেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ক্রিকেটার। এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। স্মৃতি মন্ধানার দল তাঁর সেই আক্ষেপ কিছুটা হলেও মিটিয়ে দিয়েছে। মন্ধানারা মহিলাদের প্রিমিয়ার লিগ জেতায় উচ্ছ্বসিত কোহলি।

Advertisement

মন্ধানারা চ্যাম্পিয়ন হওয়ার পর ভিডিয়ো কল করে তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন কোহলি। মাঠের চিৎকারে কোহলির কোনও কথা শুনতে পারেননি বলে জানিয়েছেন মন্ধানা। শুধু কোহলির থাম্বস আপের জবাবে মন্ধানাও থাম্বস আপ দেখান। সে সময় আরসিবির মহিলা ক্রিকেটারেরা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতোয়ারা। কেউ আনন্দে চিৎকার করছিলেন। কেউ লাফাচ্ছিলেন। আবার কেউ নাচছিলেন। এলিস পেরিদেরর উচ্ছ্বাস দেখে নিজেকে সংযত রাখতে পারেননি কোহলিও।

ভিডিয়ো কলের মধ্যেই কোহলিকে দেখা যায় আনন্দে নাচতে। ১৬ বছর ধরে চেষ্টা করেও আইপিএল জিততে পারেননি কোহলি। অথচ মন্ধানারা দ্বিতীয় বছরেই ডব্লিউপিএল চ্যাম্পিয়ন। তাঁদের জয়ে সমান খুশি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ভিডিয়ো কলে কোহলির নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

মহিলাদের প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই কোহলিরা মুখোমুখি হবেন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের। ছেলে অকায়ের জন্মের পর গত রবিবার দেশে ফিরেছেন কোহলি।

আরও পড়ুন
Advertisement