Virushka

‘সিঙ্গল ছিলাম’ বলে ফেলেই অনুষ্কার কাছে ধরা পড়ে গিয়েছিলেন কোহলি!

প্রথম বার বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মার আলাপের পর্ব কেমন ছিল? অনুষ্কাকে নিয়ে কী ভাবতেন বিরাট? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ব্যাটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৯:১৩
Picture of Virat Kohli and Anushka Sharma

দু’জনেই কাজে ব্যস্ত থাকেন। কিন্তু সুযোগ পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। —ফাইল চিত্র

দু’জনেই খ্যাতনামী। এক জনের বেশির ভাগ সময় কাটে ক্রিকেট মাঠে। অন্য জন আবার লাইট, ক্যামেরা, অ্যাকশনেই বেশি ব্যস্ত। প্রচণ্ড চাপের মাঝেও যখনই সুযোগ পান, ছুটি কাটাতে বেরিয়ে পড়েন এই তারকা দম্পতি। এক জন বিরাট কোহলি। অন্য জন অনুষ্কা শর্মা। বছর তিনেক প্রেম করার পরে বিয়ে করেছেন তাঁরা। কিন্তু প্রেম প্রস্তাবের আগে থেকেই অনুষ্কাকে নিজের প্রেমিকা ভাবতে শুরু করেছিলেন বিরাট। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন তিনি।

আইপিএলে প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্সের সঙ্গে একটি ইউটিউব ভিডিয়োয় অনুষ্কাকে নিয়ে মুখ খুলেছেন বিরাট। তাঁদের প্রথম আলাপ কেমন ছিল সে কথা জানিয়েছেন তিনি। বিরাট বলেছেন, ‘‘২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অনুষ্কাকে প্রথম দেখি। শুটিংয়ের আগে বেশ ভয় লাগছিল। ওকে কী বলব, কী ভাবে কাজ করব, সেটাই ভাবছিলাম। ও পৌঁছনোর পাঁচ মিনিট আগে আমি সেটে পৌঁছে গিয়েছিলাম। তার পরেও খুব ভয় লাগছিল।’’

Advertisement

প্রথম বার অনুষ্কার উচ্চতা দেখে অবাক হয়ে গিয়েছিলেন বিরাট। ভাবছিলেন তাঁকে কী ভাবে অভিনেত্রীর পাশে মানাবে? বিরাট বলেছেন, ‘‘একে তো অনুষ্কা বেশ লম্বা। তার উপর বড় হিল পরে এসেছিল। ওকে দেখে আমি অবাক হয়েছিলাম। মজা করে ওকে বলেছিলাম, ‘এর থেকে ছোট হিল আর পেলে না?’ অনুষ্কা বুঝতে পারেনি আমি কেন ও রকম বলেছি।’’

তবে এক বার কথা বলার পরে খুব তাড়াতাড়ি তাঁদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তার পর থেকে ফোনে কথা বলতেন তাঁরা। অনুষ্কাকে নিজের প্রেমিকা ভাবতে শুরু করেছিলেন বিরাট। তিনি বলেছেন, ‘‘অনুষ্কা খুব সহজ-সরল। তাই ওর সঙ্গে তাড়াতাড়ি বন্ধুত্ব হয়েছিল। আমরা কথা বলতাম। তখনও প্রেমের সম্পর্ক হয়নি। কিন্তু আমি ভাবতাম ও আমার প্রেমিকা। এক দিন ওকে মেসেজে বলেছিলাম, ‘যখন আমি সিঙ্গল ছিলাম, তখন জীবন অন্য রকম ছিল।’ অনুষ্কা বলেছিল, ‘সিঙ্গল ছিলে মানে?’ তখন আমি বুঝেছিলাম কী বলে ফেলেছি। আসলে মনে মনে ওকে প্রেমিকা ভাবতে শুরু করেছিলাম।’’

ধরা পড়ে গিয়ে অবশ্য প্রেম প্রস্তাব দিতে বেশি দেরি করেননি বিরাট। প্রায় ৩ বছর প্রেম করার পরে ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন তাঁরা। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের কন্যা ভামিকার জন্ম হয়। জীবনের প্রতিটি পদক্ষেপে অনুষ্কার গুরুত্বের কথা বলেছেন বিরাট। তিনি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন অনুষ্কা কী ভাবে তাঁকে মানসিক ভাবে শক্তি জুগিয়েছেন সে কথাও বার বার উঠে এসেছে বিরাটের মুখে।

Advertisement
আরও পড়ুন