India Cricket

‘সূর্যগ্রহণ’ বেড়ে চলেছে! রোহিতদের দল নির্বাচন বুঝতে পারছেন না প্রাক্তন জাতীয় নির্বাচক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন সূর্যকুমার যাদব। তার পরেও কেন তাঁকে খেলানো হচ্ছে? বুঝতে পারছেন না রোহিতদের প্রাক্তন জাতীয় নির্বাচক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৬:৪১
Picture of Surya Kumar Yadav

এক দিনের ক্রিকেটে সূর্যকুমার ব্যর্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি এক দিনের ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি যতই বিশ্বের সেরা ব্যাটার হোন না কেন, এক দিনের ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারছেন না সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি এক দিনের ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। কেন এক দিনের ক্রিকেট রান করতে পারছেন না সূর্য? কেন বার বার ব্যর্থ হওয়ার পরেও সূর্যকে খেলাচ্ছে ভারতীয় ম্যানেজমেন্ট? বুঝতেই পারছেন না প্রাক্তন জাতীয় নির্বাচক সাবা করিম।

একটি ক্রিকেট ওয়েবসাইটে সাবা বলেছেন, ‘‘সূর্যকে শ্রেয়সের বিকল্প হিসাবে ভেবেছিল ম্যানেজমেন্ট। কিন্তু সূর্য রান করতে পারেনি। আমি নিশ্চিত, শ্রেয়স চোট সারিয়ে ফিরলে ওকে আবার চার নম্বরে খেলানো হবে। কারণ, ওই জায়গায় শ্রেয়স ভাল খেলেছে। কিন্তু সূর্য এই পরিস্থিতিতে একটা রহস্যের মতো। কেন ও রান পাচ্ছে না কেউ বুঝতে পারছে না।’’

Advertisement

বার বার ব্যর্থ হওয়ার পরেও কেন সূর্যকে খেলাচ্ছেন রোহিত, সেই প্রশ্নও তুলেছেন সাবা। তাঁর কথায়, ‘‘আমি বুঝতে পারছি না কেন সূর্যকে খেলিয়ে যাওয়া হচ্ছে? চার নম্বরে খেলার মতো আরও অনেক ক্রিকেটার রয়েছে। তাদের খেলানো যেতে পারত। আমার মনে হয়, সূর্যের রান না পাওয়ার কারণ রোহিতও ধরতে পারছে না। যে ব্যাটার টি-টোয়েন্টিতে এত ভাল খেলে সে কেন এক দিনের ম্যাচে রান পাবে না? এটা সত্যিই রহস্য। এই রহস্য বুঝতে না পেরেই সূর্যকে আরও সুযোগ দিচ্ছে রোহিত।’’

এক দিনের ক্রিকেটে গত বছর ফেব্রুয়ারি মাসে শেষ বার অর্ধশতরান করেছিলেন সূর্য। তার পর থেকে শেষ ১৬টি ম্যাচে তাঁর সর্বাধিক রান ৩৪। ভারতের হয়ে ২২টি এক দিনের ক্রিকেটে ৪৩৩ রান করেছেন সূর্য। গড় মাত্র ২৫.৪৭। ভারতীয় ম্যানেজমেন্টকে ভরসা জাগাতে পারছেন না সূর্য। তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন