Virat Kohli

Virat Kohli: মায়ের জন্মদিনে ছবি দিলেন কোহলী, কী লিখলেন ভারতের টেস্ট অধিনায়ক

ছবিতে দেখা যাচ্ছে মায়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন কোহলী। মাথায় বাঁধা রয়েছে সাদা রুমাল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১৪:২৩
মায়ের সঙ্গে কোহলী।

মায়ের সঙ্গে কোহলী। —ফাইল চিত্র

চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। মাঠের বাইরে থেকে দেখতে হচ্ছে শার্দূল ঠাকুরদের লড়াই। এমন অবস্থাতেও মায়ের জন্মদিন ভোলেননি বিরাট কোহলী। ৬ জানুয়ারি সারোজ কোহলীর জন্মদিন। মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ভারতের টেস্ট অধিনায়ক।

ছবিতে দেখা যাচ্ছে মায়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন কোহলী। মাথায় বাঁধা রয়েছে সাদা রুমাল। কোনও ধর্মীয় স্থানে মায়ের সঙ্গে গিয়েছিলেন। পুরনো সেই ছবিই পোস্ট করেছেন কোহলী। লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’ মায়ের জন্মদিনে ছেলে বহু দূরে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে। তাই শুভেচ্ছা জানাতে নেটমাধ্যমকেই বেছে নিয়েছেন কোহলী।

Advertisement

দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারছেন না কোহলী। তৃতীয় টেস্টের আগে যদিও তিনি সুস্থ হয়ে যাবেন বলেই মনে করা হচ্ছে। সেই টেস্ট চলার সময়ই কোহলীর আরও এক প্রিয় মানুষের জন্মদিন। ১১ জানুয়ারি ভামিকার জন্মদিন। মেয়ের জন্মদিনের দিন হয়তো মাঠে থাকবেন কোহলী।

Advertisement
আরও পড়ুন