গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর অস্ট্রেলিয়া দল। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে ভারতে খেলতে আসবেন অ্যারন ফিঞ্চরা। সেই দলই খেলবে ভারতের বিরুদ্ধে। রোহিত শর্মা, বিরাট কোহলীদের বিরুদ্ধে শুধু বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নারকে। ভারতের বিরুদ্ধে খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবেন ফিঞ্চরা। ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল।
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর। মোহালিতে হবে সেই ম্যাচ। পরের ম্যাচ নাগপুরে। সেই ম্যাচ ২৩ সেপ্টেম্বর। হায়দরাবাদে তৃতীয় ম্যাচ হবে ২৫ সেপ্টেম্বর। ভারতের বিরুদ্ধে সেই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ। দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েডরা। বোলারদের মধ্যে রয়েছেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পারা। দলে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিসের মতো অলরাউন্ডাররা। ভারতের বিরুদ্ধে ওয়ার্নারের বদলে খেলবেন ক্যামেরন গ্রিন।
অস্ট্রেলিয়া দলে চমক টিম ডেভিড। তিনি সিঙ্গাপুরের ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম খেলার সুযোগ পেলেন তিনি। দু’বছর আগে শেষ বার আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে খেলেছিলেন সেই ম্যাচ। সিঙ্গাপুরের হয়ে ১১টি ম্যাচে ৪২৯ রান করেছিলেন ডেভিড। তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। ন’টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১৮৭ রান। গড় ৩১.১৭। স্ট্রাইক রেট ২১০.১১।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগর, প্যাট কামিন্স, টিম ডেভিড, জস হ্যাজেলউড, জস ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।