T20 World Cup 2021

T20 World Cup 2021: শুরুতেই ধাক্কা বাংলাদেশ শিবিরে, চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই পেসার

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পরে বুধবার আবু ধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ০৯:৩৭
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছে বাংলাদেশকে

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছে বাংলাদেশকে ছবি: টুইটার থেকে।

শ্রীলঙ্কার কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই খারাপ খবর বাংলাদেশ শিবিরে। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জোরে বোলার মহম্মদ সইফুদ্দিন। তাঁর জায়গায় রুবেল হুসেনকে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশের হয়ে যোগ্যতা অর্জন পর্বের তিনটি ম্যাচ ও মূল পর্বের প্রথম ম্যাচ খেলেছেন সইফুদ্দিন। চার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে পিঠে চোট পান সইফুদ্দিন। তাঁর চোট পরীক্ষা করার পরে বাংলাদেশ শিবিরের তরফে বিশ্বকাপ কমিটির কাছে আবেদন করা হয়। কমিটি সেই আবেদন মেনে নিয়েছে।

Advertisement

বাংলাদেশের ১৫ জনের দলে সুযোগ না পেলেও অতিরিক্ত ক্রিকেটার হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল রুবেলকে। ৩১ বছরের রুবেল বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত ১৫৯টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। তাই তাঁর উপরে ভরসা রেখেছে দল।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পরে বুধবার আবু ধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে তাদের।

আরও পড়ুন
Advertisement