—প্রতীকী চিত্র।
বাংলার বাড়ি প্রকল্পে প্রাপকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকতেই বাড়ি গিয়ে কাটমানি দাবি করার অভিযোগ উঠল তৃণমূলের মহিলা বুথ সভাপতির বিরুদ্ধে। চাপের মুখে পড়ে অভিযুক্ত সেই বুথ সভাপতির দাবি করলেন, তিনি সদ্য দায়িত্ব পেয়েছেন। তাই জানতেনই না এ ভাবে টাকা চাওয়া যায় না!
স্থানীয় সূত্রের খবর, মুর্শিদাবাদের কাশিমনগর পঞ্চায়েতের গাজিপুরের ৪৯ নম্বর বুথের বাসিন্দা চেনু বিবি বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি টাকা পেয়েছেন। অভিযোগ, তার পরেই ওই বৃদ্ধার বাড়িতে হাজির হন ওই বুথের তৃণমূলের বুথ সভানেত্রী নীলিমা দাস। ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। সমাজমাধ্যমে একটি ভিডিয়োও প্রকাশ্যে। যদিও সেটির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি।
নীলিমা বলেন, ‘‘আমি তো নতুন। আমি জানতাম না কী থেকে কী হয়। আমাদের তো খাটাখাটনি করতে হয়, তাই দাবি করেছিলাম। আমার ভুল হয়ে গিয়েছে।’’
এ প্রসঙ্গে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, ‘‘সুতি ২ নম্বর ব্লকে তৃণমূলের কোনও মহিলা বুথ সভাপতি নেই। তৃণমূলে ভাবমূর্তি নষ্ট করতেই তাঁদের নাম ব্যবহার করা হয়েছে। বিরোধীরা মিথ্যা প্রচার করছে।’’