হারের পর হতাশ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রসমস হোলান্ড এবং কোচ রুবেন আমোরিম। ছবি: রয়টার্স।
ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু এক সপ্তাহের মধ্যেই পাল্টে গেল সব কিছু। গত রবিবারের ম্যাঞ্চেস্টার ডার্বি জয় এখন অতীত। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এই রবিবার ঘরের মাঠে হারল বোর্নমাউথের বিরুদ্ধে। ০-৩ গোলে হারতে হল রুবেন আমোরিমের দলকে। হেরে দর্শকদের দোষ দিলেন কোচ।
লিগ তালিকায় ১৩ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৭ ম্যাচে ২২ পয়েন্ট পেয়েছে তারা। রবিবার প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ডিন হুইসেনের গোল করেন বোর্নামাউথের হয়ে। ২৯ মিনিটের মাথায় গোল করেন তিনি। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জাস্টিন ক্লুইভার্ট। ৬৩ মিনিটে আন্তোনিয়ো সেমেনিয়ো তৃতীয় গোলটি করেন। ঘরের মাঠে যে হার স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারেননি সমর্থকেরা। বিদ্রুপ করেন তাঁরা।
হারের পর সমর্থকদের ঘাড়ে দায় চাপালেন কোচ আমোরিম। তাঁর মতে সমর্থকেরা চাপ তৈরি করে দিচ্ছেন ফুটবলারদের উপর। সেই চাপ সামালতে না পেরেই হেরেছে দল আমোরিম বলেন, “নিজেদের কাজে মন দিতে হবে আমাদের। স্টেডিয়াম কি চাইছে শুনলে হবে না। আমরা গোল করতে চেয়েছিলাম কিন্তু খুব চাপের মধ্যে ছিলাম। এই ভয়কে জয় করতে হবে। পেনাল্টিতে দ্বিতীয় গোল খাওয়ার পর আমাদের উচিত ছিল আরও ভাল ভাবে ম্যাচের রাশ নিজেদের পায়ে নেওয়া। পরিস্থিতি কঠিন ছিল। এমন পরিস্থিতি সামলাতে শিখতে হবে।”
অন্য ম্যাচে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল চেলসিকে। এভারটনের বিরুদ্ধে গোলশূন্য ভাবে শেষ হয় ম্যাচ। একই ফল ফুলহ্যাম বনাম সাদাম্পটনের ম্যাচেও। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। উলভস যদিও ৩-০ গোলে জিতেছে লেস্টার সিটির বিরুদ্ধে। চেলসি ড্র করায় শীর্ষস্থান ধরে রাখতে কোনও সমস্যা নেই লিভারপুলের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে প্রথম পাঁচে ঢুকে পড়ল বোর্নামাউথ।