Waqar Younis

Waqar Younis: তুমুল বিতর্ক ওয়াকার ইউনিসের মন্তব্যে, ক্ষমা চাওয়ার দাবি

ভারত-পাকিস্তান ম্যাচের পর জোর লেগে গেল বেঙ্কটেশ প্রসাদ ও ওয়াকার ইউনিসের মধ্যে। ওয়াকারকে নির্লজ্জ বললেন প্রসাদ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ২৩:৫৩
বিতর্কে ওয়াকার ইউনিস।

বিতর্কে ওয়াকার ইউনিস। ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান ম্যাচের পর জোর লেগে গেল দুই দেশের দুই প্রাক্তন জোরে বোলার বেঙ্কটেশ প্রসাদ ও ওয়াকার ইউনিসের মধ্যে। ওয়াকারকে নির্লজ্জ বললেন প্রসাদ।

ওয়াকারের একটি টুইট ঘিরে বিতর্কের শুরু। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার ভারত ১০ উইকেটে হেরে যায় পাকিস্তানের কাছে। এরপর ওয়াকার টুইটারে লেখেন, ‘হিন্দুদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমাজ পড়ল পাকিস্তান। এই কারণে আমার কাছে এটা সত্যিই স্পেশাল।’’

Advertisement

এই টুইট দেখে আর থাকতে পারেননি প্রসাদ। তিনি পাল্টা টুইট করে বলেন, ‘খেলাধুলোর মঞ্চে এই ধরনের মন্তব্য জিহাদি মানসিকতাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। কী নির্লজ্জ মানুষ।’

ধারাভাষ্যকার হর্শ ভোগলে টুইট করেন, ‘ওয়াকারের মতো একজনের কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত হতাশাজনক। আমরা সবাই যেখানে চেষ্টা করছি, এই ধরনের মানসিকতাকে দূরে সরিয়ে রেখে খেলার কথা বলতে, সেখানে এই ধরনের মন্তব্য ভয়ানক। আশা করব, পাকিস্তানে খেলাকে যারা সত্যি ভালবাসে, তারা এই ধরনের মন্তব্যের যে ভয়ানক দিক সেটা উপলব্ধি করবেন। আমার মতোই তাঁদেরও খারাপ লাগবে। আমরা খেলা ভালবাসি। আমাদের পক্ষে সাধারণ মানুষদের বোঝানো কঠিন যে, ভারত-পাকিস্তান ম্যাচ আলাদা কিছু নয়, এটা নিছকই একটা ক্রিকেট ম্যাচ। ক্রিকেটের দূত যাঁরা, তাঁদের সতর্ক থাকতে হবে। আমি নিশ্চিত, ওয়াকার ক্ষমা চাইবে। ধর্মীয় ভেদাভেদ ফুলে গিয়ে ক্রিকেট বিশ্বকে সঙ্ঘবদ্ধ করা দরকার।’

রবিবার ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তোলে। জবাবে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে আউটই করতে পারেননি ভারতীয় বোলাররা।

Advertisement
আরও পড়ুন