মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল ছবি।
মহেন্দ্র সিংহ ধোনি আইপিএল খেললেও তাঁর এক ঘনিষ্ঠ প্রাক্তন সতীর্থকে দেখা যেতে পারে বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে। এখনও পর্যন্ত ভারতীয় দলে দীর্ঘ দিন খেলা কোনও ক্রিকেটারকে অন্য দেশের টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যায়নি। সে ক্ষেত্রে তিনিই হবেন প্রথম।
আসন্ন মরসুমে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলতে পারেন সুরেশ রায়না। ১৪ জুন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম রয়েছে। বিদেশি ক্রিকেটারদের যে তালিকা ক্রিকেট শ্রীলঙ্কা বোর্ড প্রকাশ করেছে, তাতে রয়েছে ভারতের প্রাক্তন অলরাউন্ডারের নাম। আইপিএলেও দীর্ঘ দিন ধোনির সঙ্গে খেলেছেন রায়না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী রায়না আগেই সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাই বিদেশের ক্রিকেট লিগে খেলতে তাঁর অসুবিধা নেই। যদিও লঙ্কা প্রিমিয়ার লিগে তাঁর খেলা নির্ভর করছে নিলামে দল পাওয়ার উপরে। সুযোগ পেলে উন্মুক্ত চন্দ এবং হরমিত সিংহের পর রায়না হবেন তৃতীয় ভারতীয় ক্রিকেটার যিনি বিদেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলবেন।
২০০৮ থেকে ২০২১ পর্যন্ত আইপিএল খেলেছেন রায়না। কোভিডের জন্য শুধু ২০২০ সালে খেলেননি। আইপিএলে মোট ২০৫টি ম্যাচ খেলে সাড়ে পাঁচ হাজারের বেশি রান করেছেন রায়না। আইপিএলে তাঁর একটি অপরাজিত শতরান রয়েছে। চেন্নাই সুপার কিংস ছাড়াও গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন তিনি। উত্তরপ্রদেশের অলরাউন্ডার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২১ সালের ২ অক্টোবর। চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচে করেছিলেন ৩ রান।
৩৬ বছরের রায়না ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন ভারতের হয়ে। ১৮টি টেস্ট, ২২৬টি এক দিনের ম্যাচ এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় আট হাজার রান রয়েছে তাঁর। তিন ধরনের ক্রিকেটেই রয়েছে শতরান। মোট ৩৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রায়নার। তাতে ৮৬৫৪ রানের পাশাপাশি রয়েছে ৫৪টি উইকেট।