Sunil Gavaskar

‘সচিন-দ্রাবিড়-লক্ষ্মণেরা পরামর্শ চাইতে আসত, রোহিত-কোহলিরা আসে না!’ খোঁচা গাওস্করের

বিরাট কোহলি, রোহিত শর্মাদের খোঁচা মেরেছেন সুনীল গাওস্কর। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, এখনকার ক্রিকেটারেরা তাঁর কাছে পরামর্শ নিতে আসেন না। কিন্তু আগেকার ক্রিকেটারেরা আসতেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ২২:৪১
Sunil Gavaskar

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের জ্বালা এখনও ভুলতে পারছেন না সুনীল গাওস্কর। ভারতীয় ব্যাটারদের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গাওস্কর জানিয়েছেন, ব্যাটিংয়ে সমস্যা হলে আগে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতো ব্যাটারেরা তাঁর কাছে পরামর্শ নিতে আসতেন। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মারা তাঁর কাছে আসেন না। বিরাট, রোহিতেরা এলে পরামর্শ দেওয়ার জন্য তিনি তৈরি বলে জানিয়েছেন গাওস্কর।

একটি সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘যদি কোনও ব্যাটার বার বার একই ভুল করে তা হলে বুঝতে হবে তার টেকনিকে কোনও সমস্যা হচ্ছে। সে ক্ষেত্রে সেই ব্যাটারের সঙ্গে কথা বলতে হবে। এখনকার ব্যাটারেরা কারও কাছ থেকে পরামর্শ নেয় না। তাই কোচের উচিত তাদের সঙ্গে কথা বলা।’’

Advertisement

এই প্রসঙ্গে বীরেন্দ্র সহবাগের সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গ টেনেছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘‘আমি এক বার হঠাৎ সহবাগকে ফোন করে বলেছিলাম ওর ব্যাটিং গার্ডে বদল করতে। আগে ও লেগস্টাম্প গার্ড নিয়ে খেলত। ওকে বলেছিলাম অফস্টাম্প গার্ড নিতে। তা হলে অফস্টাম্পের বাইরের বল ছাড়তে ওর সুবিধা হত। সহবাগ আমার কথা শুনেছিল। কিন্তু এখন কি কেউ শুনবে!’’

কোহলি, রোহিতেরা কোনও দিন তাঁর কাছ থেকে পরামর্শ নেননি বলেই জানিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি বলেছেন, ‘‘আগে সচিন, দ্রাবিড়, লক্ষ্মণেরা নিয়মিত যোগাযোগ রাখত। ওদের কোনও সমস্যা হলে আমার পরামর্শ নিত। আমার পরামর্শ দিতে কোনও সমস্যা নেই। কিন্তু তার জন্য তো আমার কাছে আসতে হবে। এখন আর কেউ আমার কাছে আসে না। হতে পারে নিজেরাই সমস্যা সমাধান করতে পারে ওরা।’’

পর পর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে ভারত। এ ছাড়া একের পর এক বড় প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন রোহিত, কোহলিরা। তার পরেই তাঁধের ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছে। সমস্যা হলে সমাধানের চেষ্টা করা উচিত। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের সেই আগ্রহ নেই বলেই মনে করছেন গাওস্কর। তাই খোঁচা মেরেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন