ICC Champions Trophy 2025

একের পর এক জোরে বোলারের চোট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে সমস্যায় দক্ষিণ আফ্রিকা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে সমস্যায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। একের পর এক জোরে বোলার চোট পেয়ে ছিটকে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কিছু দলের খুবই খারাপ অবস্থা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৬:১০
cricket

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। — ফাইল চিত্র।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তারা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে সমস্যায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। একের পর এক জোরে বোলার চোট পেয়ে ছিটকে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কিছু দলের খুবই খারাপ অবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা কাদের নামাবে তাই নিয়েই এখন মাথা চুলকোতে হচ্ছে।

Advertisement

গত সপ্তাহেই জানা গিয়েছিল, চোট পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন অনরিখ নোখিয়া। এ বার সমস্যা দেখা দিয়েছে জেরাল্ড কোয়েৎজ়িকে নিয়েও। তিনি এসএটি২০ থেকে ছিটকে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার আশা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিট হয়ে যাবেন।

জোহানেসবার্গ সুপার কিংসের সহকারী কোচ অ্যালবি মর্কেল বলেছেন, “সে দিন রাতে বসে গুনছিলাম। এই মুহূর্তে সব দল মিলিয়ে দক্ষিণ আফ্রিকার ন’জন জোরে বোলারের চোট রয়েছে। এটা চিন্তার তো বটেই। কেন চোট পাচ্ছে সেটা খুঁজে বার করতে হবে। হয়তো যথেষ্ট পরিমাণে ক্রিকেট খেলতে পারছে না। ঠিক জানি না। আমাদের দলের তিন জন পেসার ছিটকে গিয়েছে।”

নোখিয়া, কোয়েৎজ়ি ছাড়াও চোট রয়েছে নান্দ্রে বার্গার এবং লিজ়াড উইলিয়ামসের। দু’জনেরই পিঠে এবং হাঁটুতে লেগেছে। চোট পেয়েছেন বিউরান হেনড্রিক্স এবং উইয়ান মুল্ডারও। পার্ল রয়্যালসের হয়ে আগের ম্যাচে খেলতে পারেননি লুনগি এনগিডিও।

Advertisement
আরও পড়ুন