Manchester United

১৫ ম্যাচে ৭ হার! ফুটবলারদের বকুনি ম্যান ইউ কোচের, রাগে ভাঙলেন সাজঘরের টিভি

একের পর এক ম্যাচ হারছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দলের খেলায় ক্ষুব্ধ কোচ রুবেন আমোরিম। রাগে সাজঘরের টিভি ভেঙে ফেলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:২৬
football

দলের হারের পর ক্ষুব্ধ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। ছবি: রয়টার্স।

দায়িত্ব নিয়ে শুরুটা ভাল করেছিলেন রুবেন আমোরিম। কিন্তু শেষ দু’টি ম্যাচ হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ব্রাইটনের কাছে হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি আমোরিম। সাজঘরে ফুটবলারদের বকেছেন তিনি। রাগে সাজঘরের টিভিও ভেঙে ফেলেছেন তিনি।

Advertisement

ঘরের মাঠে ব্রাইটনের কাছে ১-৩ গোলে হেরেছে ইউনাইটেড। আমোরিম সাধারণত ম্যাচের পর ফুটবলারদের কিছু বলেন না। এক দিন পরে তিনি খেলার বিশ্লেষণ করেন। সেখানে ফুটবলারদের ভুল ধরিয়ে দেন। কিন্তু ব্রাইটনেকর কাছে হারের পরই ফুটবলারদের ডেকে বকুনি দেন আমোরিম। তাঁদের খেলায় যে তিনি একটুও খুশি হতে পারছেন না তা স্পষ্ট করে দেন। আমোরিমের গলা সাজঘরের বাইরে থেকেও শোনা যাচ্ছিল। সাজঘরের একটি টিভি ভেঙে ফেলেন আমোরিম।

ম্যাচ শেষে সাংবাদিক এসেও কোনও রাখঢাক করেননি আমোরিম। স্পষ্ট জানিয়ে দেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইতিহাসে এই দল সবচেয়ে খারাপ। এই দল নিয়ে বেশি কিছু আশা তিনি করতে পারছেন না বলেই জানিয়েছেন আমোরিম।

তাঁর কোচিংয়ে প্রিমিয়ার লিগে ১৫টি ম্যাচের মধ্যে সাতটি হেরেছে ম্যান ইউ। পয়েন্ট তালিকায় ১৩ নম্বরে রয়েছে দল। এই পরিস্থিতিতে পরের মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ তো দূর, ইউরোপা লিগে খেলার যোগ্যতা থেকেও অনেক দূরে তাঁরা। এর পর ফুলহাম ও ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ম্যান ইউর। সেখানে পয়েন্ট নষ্ট হলে মেজাজ হয়তো আরও খারাপ হবে আপাত শান্ত পর্তুগিজ কোচের। এখন দেখার পরের ম্যাচে ম্যান ইউ জয়ে ফিরতে পারে কি না।

Advertisement
আরও পড়ুন