কোহলি অন্তত আরও একটি শতরান করবেন, মনে করেন সৌরভ, পথও দেখালেন দাদা

অস্ট্রেলিয়ায় একটি শতরান ছাড়া ব্যাটে রান নেই বিরাট কোহলির। যদিও তাঁর উপর ভরসা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন, অস্ট্রেলিয়া সফরে অন্তত আরও একটি শতরান করবেন কোহলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:২৪
cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

৫, ১০০, ৭, ১১, ৩। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি ইনিংসে বিরাট কোহলির রান মোট ১২৬। তার মধ্যে পার্‌থে দ্বিতীয় ইনিংসে একটি শতরান রয়েছে। অর্থাৎ, বাকি চারটি ইনিংসে মাত্র ২৬ রান করেছেন কোহলি। ব্যাটে রানের খরা চলছে তাঁর। যদিও তাঁর উপর ভরসা রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন, অস্ট্রেলিয়া সফরে অন্তত আরও একটি শতরান করবেন কোহলি। কী ভাবে সেই শতরান আসবে সেই পথও বাতলে দিয়েছেন সৌরভ।

Advertisement

অস্ট্রেলিায় বার বার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন কোহলি। অফ স্টাম্পের বাইরের বলে তাঁকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেন, “অফ স্টাম্পের বাইরের বলে কোহলি আউট হচ্ছে। ওই বলগুলো ওকে ছাড়তে হবে। আরও একটু ধৈর্য ধরতে হবে ওকে। কারণ, অস্ট্রেলিয়ার বোলারেরা ওকে ক্রমাগত অফ স্টাম্পের বাইরে বল করবে।”

কোহলি যে মানের ব্যাটার, তাতে এই সমস্যা তিনি কাটিয়ে উঠতে পারবেন বলেই আশাবাদী সৌরভ। সেই কারণেই কোহলির ব্যাটে রান দেখছেন তিনি। সৌরভ বলেন, “আমি নিশ্চিত ও রান পাবে। পার্‌থে প্রথম টেস্টে ও শতরান করেছে। এই সিরিজ়ে ও অন্তত আরও একটা শতরান করবে।”

ব্রিসবেনে একটা সময় মনে হয়েছিল ফলো-অন হবে ভারতের। কিন্তু আকাশ দীপ ও যশপ্রীত বুমরা তা বাঁচিয়েছেন। ফলে এই টেস্ট ড্রয়ের পথে এগোচ্ছে। আকাশ দীপের প্রশংসা শোনা গিয়েছে সৌরভের মুখে। তিনি বলেন, “বাংলার আকাশ দীপ ফলো-অন বাঁচিয়ে দিয়েছে। আমি আকাশ আর গম্ভীরের আগ্রাসন দেখেছি। টেস্টে এই আগ্রাসন দরকার। এখনও দুটো টেস্ট বাকি। আকাশ ভারতকে এই সিরিজ়ে বাঁচিয়ে রাখল। পরের দুটো টেস্টে ভাল বল করলে ভারত সিরিজ় জিততেও পারে।”

Advertisement
আরও পড়ুন