BGT 2024-25

বৃষ্টিই বাঁচাল ভারতকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ড্র, সিরিজ ১-১, বাকি দু’টি টেস্ট

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের পঞ্চম দিন। বৃষ্টির জেরে প্রথম চার দিনের খেলায় বিঘ্ন হয়েছে। পঞ্চম দিনও কি তাই হবে? এই খেলা কি ড্রয়ের পথে এগোচ্ছে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৭
বৃষ্টির জেরে ঢাকা রয়েছে মাঠ।

বৃষ্টির জেরে ঢাকা রয়েছে মাঠ। —ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:০৭ key status

ড্র হয়ে গেল টেস্ট

শেষ পর্যন্ত বৃষ্টির জেরে ড্র হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। 

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:১০ key status

আবার বন্ধ খেলা

খারাপ আলোর কারণে আবার খেলা বন্ধ। ফলে সময়ের আগেই চা বিরতি নেওয়া হয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:০৯ key status

ডিক্লেয়ার অস্ট্রেলিয়ার

৭ উইকেট হারিয়ে ৮৭ রানের মাথায় ডিক্লেয়ার করেছে অস্ট্রেলিয়া। ভারতের সামনে জয়ের লক্ষ্য ৫৪ ওভারে ২৭৫ রান।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:০৮ key status

আউট প্যাট কামিন্স

২২ রান করে বুমরার বলে আউট কামিন্স।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:২৮ key status

আউট ট্রেভিস হেড

গত মাসের শতরানকারী হেড এই ইনিংসে রান পেলেন না। সিরাজের বল বড় শট মারতে গিয়ে ১৭ রানের মাথায় আউট হলেন তিনি। ৬০ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:০৪ key status

৩৩ রানে অস্ট্রেলিয়ার অর্ধেক দল আউট

মহম্মদ সিরাজের বলে ৪ রান করে আউট স্টিভ স্মিথ। বাঁ দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেছেন ঋষভ পন্থ। পঞ্চম উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৯:০০ key status

আউট মিচেল মার্শ

দ্বিতীয় উইকেট নিলেন আকাশ দীপ। তাঁর বলে ২ রান করে আউট মার্শ। ২৮ রানে চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৬ key status

উইকেট আকাশ দীপেরও

১৬ রানে তৃতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। আকাশ দীপের বলে ৪ রান করে ফিরলেন ম্যাকসুইনি।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৮ key status

আউট মার্নাশ লাবুশেন

বুমরার বলে ১ রান করে ফিরলেন লাবুশেনও। ১৬ রানে দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:২৫ key status

আউট উসমান খোয়াজা

দ্বিতীয় ইনিংসেও নিজের কাজ করছেন যশপ্রীত বুমরা। ৮ রানের মাথায় খোয়াজাকে বোল্ড করলেন তিনি। প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। 

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:১৩ key status

ব্রিসবেনে আবার খেলা শুরু

বৃষ্টির জেরে আড়াই ঘণ্টা বন্ধ ছিল খেলা। মধ্যাহ্নভোজের বিরতির পরে আবার খেলা শুরু হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৪ key status

বৃষ্টি থামলেও খেলা শুরু হয়নি

বৃষ্টি থামলেও এখনও খেলা শুরু করা যায়নি। ফলে সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে। বিরতির পরে খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:০৯ key status

শুরু বৃষ্টি

ব্রিসবেনে বৃষ্টি শুরু হয়েছে। ফলে এ বার মাঠও ঢাকা হয়েছে। বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। খেলা শুরুর কিছু ক্ষণ পরেই তা শুরু হয়েছে।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৯ key status

ব্রিসবেনে বন্ধ খেলা

ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পরেই খেলা সাময়িক ভাবে বন্ধ। ব্রিসবেনের আকাশে কালো মেঘ। বিদ্যুৎ চমকাচ্ছে। ফলে পিচ ঢাকা রয়েছে। দু’দলই আপাতত সাজঘরে বসে।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৬ key status

বল হাতেও উইকেট ট্রেভিস হেডের

ভারতের শেষ জুটি ভাঙলেন সেই ট্রেভিস হেড। ৩১ রানের মাথায় আকাশ দীপকে আউট করলেন তিনি। দশম উইকেটে ৪৭ রানের জুটি ভাঙল। প্রথম ইনিংসে ১৮৫ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৫:২৭ key status

পঞ্চম দিনের খেলা শুরু

ব্রিসবেনে পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে। আকাশ দীপ ও যশপ্রীত বুমরা জুটি দলের রান যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 

timer শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২৩:০৯ key status

ফলো-অন বাঁচিয়েছে ভারত

প্রথম ইনিংসে ফলো-অন বাঁচিয়েছে ভারত। ক্রিজ়ে রয়েছেন দলের শেষ দুই ব্য়াটার। তবু অস্ট্রেলিয়া এখনও অনেকটাই এগিয়ে রয়েছে ভারতের থেকে। যতটা সম্ভব রান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় ভারতের শেষ জুটি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন