Mitchell Santner

নতুন অধিনায়ক পেল নিউ জ়িল্যান্ড, ভারতে নজরকাড়া অলরাউন্ডার পেলেন দায়িত্ব

নিউ জ়িল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন মিচেল স্যান্টনার। কেন উইলিয়ামসন দায়িত্ব ছাড়ার এত দিন পরে তাঁকে দেওয়া হল বড় দায়িত্ব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৫২
cricket

মিচেল স্যান্টনার। —ফাইল চিত্র।

দীর্ঘ কয়েক মাস সাদা বলের ক্রিকেটে কোনও স্থায়ী অধিনায়ক ছিল না নিউ জ়িল্যান্ডের। অবশেষে সেই সমস্যা মিটল। নিউ জ়িল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন মিচেল স্যান্টনার। কেন উইলিয়ামসন দায়িত্ব ছাড়ার এত দিন পরে তাঁকে দেওয়া হল বড় দায়িত্ব।

Advertisement

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ ফলের পর নিউ জ়িল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছাড়েন উইলিয়ামসন। সেই জায়গায় এলেন স্যান্টনার। নিউ জ়িল্যান্ডের হয়ে ১০০টি এক দিন ও ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আগেও নিউ জ়িল্যান্ডের অধিনায়কত্ব করেছেন তিনি। চারটি এক দিন ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্যান্টনার। গত মাসে শ্রীলঙ্কা সফরেও তিনি ছিলেন অধিনায়ক। এ বার পাকাপাকি দায়িত্ব পেলেন তিনি।

নিউ জ়িল্যান্ডের স্থায়ী অধিনায়ক হিসাবে সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই আবার সিরিজ় শুরু হবে স্যান্ডনারের। ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজ় খেলবে নিউ জ়িল্যান্ড। তার পরেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও এখনও সেই প্রতিযোগিতার সূচি ঘোষিত হয়নি।

সাদা বলের ক্রিকেটে রেকর্ড ভাল স্যান্টনারের। নিউ জ়িল্যান্ডের হয়ে এক দিনের ক্রিকেটে ১৩৭০ রান ও ১০৮টি উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ৭১০ রান ও ১১৭টি উইকেট নিয়েছেন ৩২ বছরের এই অলরাউন্ডার। কয়েক মাস আগে ভারত সফরে নজর কেড়েছিলেন স্যান্টনার। সিরিজ়ে পুণেতে একটি মাত্র টেস্ট খেলেছিলেন তিনি। নিয়েছিলেন ১৩টি উইকেট। ম্যাচের সেরা হয়েছিলেন। সেই স্যান্টনারকেই এ বার দায়িত্ব দিল নিউ জ়িল্যান্ড।

Advertisement
আরও পড়ুন